সরকারকে মাফ চাইতে বললেন মির্জা ফখরুল


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০১৯, ০২:৩৮ পিএম
সরকারকে মাফ চাইতে বললেন মির্জা ফখরুল

ঢাকা: সংসদ নির্বাচনে কারচুপির জন্য সরকারকে স্টেডিয়ামে গিয়ে জাতির কাছে মাফ চাইতে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যশোরের যুবদল কর্মী ফয়সালকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির মহাসচিব।

এ সময় মির্জা ফখরুল বলেন, তারা (আওয়ামী লীগ) এতো বড় একটা চুরি করেছে যে তা এখন সামাল দিতে পারছে না। স্টেডিয়ামে গিয়ে জাতির কাছে তাদের মাফ চাইতে হবে।

ক্ষমতাসীনদের উদ্দেশে তিনি আরো বলেন, গত ৩০ তারিখের (৩০ ডিসেম্বর, ২০১৮) নির্বাচনের পর থেকে দেশ দখলদারিতে পরিণত হয়েছে। প্রতিটি জেলায় নির্যাতন, লুট ও চরম নৈরাজ্য সৃষ্টি করেছে। তারা ফাঁকা মাঠে গোল করার যে গ্রুপিং করেছিলো তা জাতির সামনে উঠে আসছে। যত কৌশল নিয়েছিলো তা উঠে আসেছে। তাদের লজ্জা নেই, শরম নেই।

যশোরের যুবদল কর্মী ফয়সালের শরীরের কয়েক জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে। তার শরীরে ৮ ব্যাগ রক্ত দিতে হয়েছে, বলেও জানান এ নেতা।

গত বছরের ৩১ ডিসেম্বর যশোরের কোতয়ালীর সারথী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন ফয়সাল। ১ জানুয়ারি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গো নিউজ২৪/এমআর

রাজনীতি বিভাগের আরো খবর