কূটনীতিকদের নির্বাচন পরিস্থিতি জানাল ঐক্যফ্রন্ট


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০১৮, ০৭:০৮ পিএম
কূটনীতিকদের নির্বাচন পরিস্থিতি জানাল ঐক্যফ্রন্ট

ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানালেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

বুধবার বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে এক বৈঠকে সার্বিক বিষয়ে ব্রিফ করেন ড. কামাল। তবে কূটনীতিকরা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

বৈঠকে ছিলেন- মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার, কানাডা, ডেনমার্ক, ব্রিটেন, চীন, তুরস্ক, জাপান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত ও ইউরোপিয়ান ইউনিয়নসহ প্রায় ৩০টি দেশের প্রতিনিধিরা।

ড. কামাল হোসেনের সঙ্গে ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নির্বাহী কমিটির সদস্য জেবা আমিন খান প্রমুখ।

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর