ভোটের মাঠে নয়া কৌশল


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০১৮, ১০:৫৬ এএম
ভোটের মাঠে নয়া কৌশল

ঢাকা: সংসদ নির্বাচন ঘিরে ভোটগ্রহণের দুইদিন আগে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীতে গণসমাবেশ করতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট। এর আগে ২৪ বা ২৫ ডিসেম্বর ঐক্যফ্রন্ট ঢাকায় গণর‌্যালিও করতে চায়।

সোমবার রাতে ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের বেইলি রোডের বাড়িতে ঐক্যফ্রন্ট নেতাদের এক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া আজ গুলশানে কূটনীতিকদের সঙ্গে ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক করার কথা রয়েছে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু উপস্থিত ছিলেন।

এদিকে, ছয়টি আসনে ধানের শীষের প্রার্থীদের প্রার্থিতা উচ্চ আদালতে আটকে যাওয়ার ঘটনায় দুশ্চিন্তায় পড়েছেন বিএনপিসহ ঐক্যফ্রন্ট নেতারা। সোমবার রাতের বৈঠকে এই বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। জানা গেছে, এসব আসনের বিষয়ে আইনি দিক খতিয়ে দেখতে অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মোয়াজ্জেম হোসেন আলালকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ঢাকা-১, ঢাকা-২০, বগুড়া-৩, বগুড়া-৭, চাঁদপুর-৪ ও মানিকগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থীদের প্রার্থিতা উচ্চ আদালতে আটকে গেছে।

অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আজ কুমিল্লায় নির্বাচনী প্রচারণায় যাওয়ার কথা রয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গো নিউজ২৪/এমআর

রাজনীতি বিভাগের আরো খবর