এরশাদ বিদেশে, টাকার অভাবে নির্বাচনী প্রচারণা বন্ধ!


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০১৮, ১০:১৬ এএম
এরশাদ বিদেশে, টাকার অভাবে নির্বাচনী প্রচারণা বন্ধ!

রংপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করায় থমকে গেছে রংপুর-৩ (সদর) আসনে লাঙ্গল মার্কার নির্বাচনী প্রচার কার্যক্রম। স্থানীয় নেতা কর্মীরা বলছেন অর্থ সংকটের কারণেই নাকি এই অবস্থার সৃষ্টি হয়েছে। প্রচারণা কার্যক্রম থমকে যাওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে হতাশা।

দলীয় সূত্রে, মহাজোট প্রার্থী এরশাদ চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। তিনি মনোনয়নপত্র দাখিল করতে, এমনকি মনোনয়নপত্র বাছাই এবং প্রতীক বরাদ্দসহ কোনও কর্মকাণ্ডে অংশ নিতে রংপুরে আসেননি।

এছাড়াও নির্বাচনি প্রচারণা কিংবা গণসংযোগ করতেও আসতে পারেননি তিনি। মূলত নির্বাচনি তফসিল ঘোষণার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়ায় কিছুদিন ঢাকায়র সম্মিলিত সামরিক হাসপাতালে ছিলেন। এরপর তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। 

একারণে দলীয় প্রধানের অনুপস্থিতিতে রংপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরের নেতৃত্বে দলের নেতাকর্মীরা দুই দিন নগরীর বিভিন্ন স্থানে ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করে ভোট চেয়েছেন।

এছাড়াও নগরজুড়ে স্বল্প পরিসরে ৩-৪টি ইজি বাইকে মাইকের মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে। কিন্তু তারপরও রংপুর সিটি করপোরেশনের ২৫টি ওয়ার্ড এবং ৩টি ইউনিয়নে এখনও এরশাদের পক্ষে তেমন কোনও প্রচারণা দেখতে পাওয়া যাচ্ছে না। এমনকি অনেক এলাকায় এখনও পোস্টার পর্যন্ত ঝুলানো হয়নি।

এদিকে রংপুর সদর আসনে মহাজোটের জাতীয় পার্টি থেকে এরশাদ ছাড়া আওয়ামী লীগের আর কোনও প্রার্থী নেই। ফলে মহানগরীর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অলস সময় পার করছেন।

এ ব্যাপারে রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আর্থিক সংকটের কারণে প্রচারণাসহ সার্বিক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে। বিষয়টি সিঙ্গাপুরে চিকিৎসাধীন এরশাদকে জানানো হয়েছে। দলের মহাসচিব মশিয়ার রহমান রাঙ্গাকেও বলা হয়েছে। তবে তিনি (রাঙ্গা) নিজেও রংপুর-১ আসনের প্রার্থী। তাই তাকেও নিজের প্রচারণা নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে।

তবে দলীয় প্রধান এইচ এম এরশাদ এবং মহাসচিব রাঙ্গা দ্রুত সমস্যার সমাধান করে ফেলবেন বলেও জানান স্থানীয় এই নেতা।

গো নিউজ২৪/এমআর 

 

রাজনীতি বিভাগের আরো খবর