সৈয়দ আশরাফের জন্য ভোট চাইলেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০১৮, ০৬:২৮ পিএম
সৈয়দ আশরাফের জন্য ভোট চাইলেন প্রধানমন্ত্রী

ঢাকা : আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের জন্য ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। এসময় দলীয় নেতাকর্মীদেরও সৈয়দ আশরাফের পক্ষে ভোট চাইতে বলেন। 

মঙ্গলবার বিকেলে ধানমন্ডির সুধাসদন থেকে বান্দরবান, নড়াইল ও কিশোরগঞ্জ জেলায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সরাসরি ভিডিও কনফারেন্সে ভোট চান আওয়ামী লীগ সভাপতি।

প্রধানমন্ত্রী বলেন, সৈয়দ আশরাফ যেহেতু অসুস্থ এবং নির্বাচনের মাঠে নেই। তাই সৈয়দ আশরাফের হয়ে আপনারা সবাই কাজ করবেন।

ভিডিও কনফারেন্সে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, ‘কিশোরগঞ্জের মানুষ সবসময় নৌকার পাশে থেকেছে। এবারও সবাই নৌকায় ভোট দেবে বলে আশা করি। আপনারা নৌকা মার্কায় ভোট দিন, ঐতিহ্য ধরে রাখবেন।’

শেখ হাসিনা বলেন, ‘সৈয়দ আশরাফ অনেক দিন দলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি এক-এগারোর সময় দলের জন্য কাজ করেছেন। তার অবদান অনেক। সে আজ অসুস্থ। তার জন্য নির্বাচনটাকে নিজের মনে করে আপনারা সবাই কাজ করবেন। সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে সেজন্য দোয়া করবেন।’

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর