ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ প্রধানমন্ত্রীর


নিউজ ডেস্ক: প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০১৮, ০১:৪৩ পিএম
ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ প্রধানমন্ত্রীর

আগামী ২০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে দেশবাসীর প্রতি আকুল আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আপনারা নৌকায় ভোট দিন, আমরা আপনাদের উন্নয়ন ও সমৃদ্ধি দেব।’

এসময় নিজের কিংবা দলের কোনো সদস্যরা গত ১০ বছরে কাজ করার সময় কোনো ভুল করলে তা ক্ষমার চোখে দেখতে অনুরোধ করেছেন তিনি। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘মানুষ মাত্রই ভুল হয়। কাজ করতে গিয়ে আমার বা আমার সহকর্মীদেরও ভুল-ভ্রান্তি হয়ে থাকতে পারে। আমি নিজের এবং দলের পক্ষ থেকে আমাদের ভুল-ভ্রান্তিগুলো ক্ষমাসুন্দর চোখে দেখার জন্য দেশবাসীর প্রতি সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি।’

অতীত থেকে শিক্ষা নিয়ে আরও সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করবেন বলে ইশতেহারে প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। জাতির পিতার কাঙ্খিত ক্ষুধা, দারিদ্র, নিরক্ষরতামুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারও করেন তিনি।

২০১৮ সালের ডিসেম্বরের ৩০ তারিখে ব্যালট বিপ্লবের মাধ্যমে বাঙালি জাতি স্বাধীনতার প্রতীক নৌকার বিজয় ছিনিয়ে আনবে বলে নিজের বিশ্বাসের কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বিজয় আমাদের সুনিশ্চিত, ইনশাআল্লাহ।’

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বিশ্ব অর্থনীতির সঙ্গে বাংলাদেশের অর্থনীতির সংশ্লেষণের লক্ষ্যে শিল্পায়ন ও কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশকে একটি শিল্পোন্নত দেশ হিসাবে গড়ে অঙ্গীকার থাকছে আওয়ামী লীগের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে। এই ইশতেহারের মূল স্লোগান রাখা হয়েছে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’।

গোনিউজ২৪/এআরএম

রাজনীতি বিভাগের আরো খবর