তবুও সাক্ষাতকার নিচ্ছেন তারেক


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৮, ০৪:১৯ পিএম
তবুও সাক্ষাতকার নিচ্ছেন তারেক

ঢাকা : দেশে স্কাইপি বন্ধ করা হলেও থেমে নেই তারেক রহমানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ। মঙ্গলবারও যথারীতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে যুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে স্কাইপে নয়, অন্য কোনো মাধ্যমে।

মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাতকার দিতে আসা মনোনয়ন প্রত্যাশীরা বিষয়টি নিশ্চিত করেছেন। 

ফেনী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মিনার চৌধুরী বলেন, তারেক রহমান বড় স্ক্রিনে আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন। তিনি সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছেন।

তারেক রহমানের কোন ধরনের নির্দেশনা ছিল জানতে চাইলে মিনার চৌধুরী বলেন, তার নির্দেশনা ছিল মনোনয়ন বোর্ডে যে সিদ্ধান্ত হবে তা যেন মেনে চলি এবং ধানের শীষকে বিজয়ী করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করি।

ফেনী-৩ আসনের আরেক মনোনয়ন প্রত্যাশী শাহানা আক্তার শানু বলেন, বড় স্ক্রিনে তারেক রহমান ছিলেন। তিনি কীভাবে সংযুক্ত হয়েছেন তা আমার জানা নেই। তবে আছেন, দিক নির্দেশনা দিচ্ছেন।

এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বলেন, গুলশান কার্যালয়ের ইন্টারনেট সংযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে।

সাক্ষাতকারে আরো রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বরচন্দ্র রায়সহ মনোনয়ন বোর্ডের সদস্যরা।

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর