‘খেসারত অনেক হয়েছে, আর না’


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৮, ১০:০৩ এএম
‘খেসারত অনেক হয়েছে, আর না’

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করা হবে না এমন সিদ্ধান্ত জানিয়ে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আমরা নির্বাচন বয়কট করব না। একবার বয়কট করে আমাদের যে খেসারত দিতে হয়েছে- এটা যাতে আর না হয়।

শনিবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির প্রাঙ্গণে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট আয়োজিত আইনজীবীদের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

এ সময়  ফ্রন্টের এই শীর্ষ নেতা বলেন, যত রকমের ১০ নম্বরি তারা করে, আমরা ভোট দেবো। আপনারা তৈরি হোন। আমরা হাজারে হাজারে গিয়ে ভোট দেবো। আমরা দ্রুত নির্বাচন চাই। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন চাই।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি বলেন, এটা খুবই ন্যায় সঙ্গত। দেশের একটি বিরোধী দলের প্রধান ছিলেন তিনি। যেহেতু একটা গ্রহণযোগ্য নির্বাচন এতদিন পর হতে যাচ্ছে, তাতে একটি দলের নেত্রী সরকারের প্রধান থাকবেন আর আরেক দলের নেত্রীকে সেই সেন্ট্রাল জেলে রেখে দেওয়া হবে- এই অপমান একদমই মেনে নেওয়া যায় না। উনাকে (খালেদা জিয়া) মুক্ত করা দরকার। যাতে তিনি তার নেতাদের নিয়ে দেশের মানুষের কাছে গিয়ে নির্বাচনে ভোট চাইতে পারেন।

শুধুতো খালেদা জিয়া জেলে নন। হাজার হাজার লোককে জেলে রাখা হয়েছে। আমি প্রতিদিনই শুনছি গ্রেফতারের কথা। এভাবে বৈষম্য সৃষ্টি করলে গণতন্ত্র ফিরে আসবে না, সাংবিধানিক শাসনও থাকবে না। দেশ একটা অরাজকতার মধ্যে পড়বে। এ জন্য তাকে মুক্তি দেওয়া দরকার বলে মন্তব্য করেন ড. কামাল।

বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত এমপিদের উদ্দেশে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত না হয়ে এমপি পরিচয় দেওয়া ভাওতাবাজি।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে ঐক্যফ্রন্ট। সময় কম, জাতিকে বাঁচাতে হলে এখনই ভোটযুদ্ধে নেমে পড়তে হবে। নির্বাচনকে আন্দোলন হিসেবে নিয়ে জয়ী হতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, নির্বাচনে আছি, থাকব। মানুষ ভোট দিতে চায়। কিন্তু মানুষের মনে ভোটকেন্দ্রে যেতে চাওয়া ও ভোট দিতে পারা নিয়ে শঙ্কা। সুষ্ঠু ভোট হলে ব্যাপক ব্যবধানে আওয়ামী লীগ হারবে। এবার লড়াই করেই ভোট দিতে হবে।

গো নিউজ২৪/এমআর  

রাজনীতি বিভাগের আরো খবর