আব্বাস-সোহেলকে ঘিরে বিপত্তি


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৮, ১০:৩৮ এএম
আব্বাস-সোহেলকে ঘিরে বিপত্তি

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১২ নভেম্বর বগুড়া-৬ ও ৭ এবং ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের মধ্যদিয়ে শুরু হয় দলটির মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। পরদিন থেকে চলে মনোনয়নপত্র জমাদান।

শুক্রবার শেষ হয় বিএনপির মনোনয়নপত্র বিক্রি ও জমাদানের কার্যক্রম। আজ মনোনয়নপত্র বিক্রি ও জমার সংখ্যা দলটির পক্ষ থেকে জানানো হবে। রোববার থেকে চলবে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ।

এদিকে ঢাকা-৮ (রমনা-মতিঝিল-পল্টন) আসনে লড়াইয়ের জন্য দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও দলটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল।

শুক্রবার শেষ দিনে তারা ঢাকা-৮ আসনে দলীয় সমর্থন পেতে মনোনয়ন ফরম জমা দেন।

সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০০৮ সালে হাবিব-উন-নবী খান সোহেল এ আসনে বিএনপির মনোনয়ন পান। ওয়ান-ইলেভেন পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার আমলে দুর্নীতির মামলায় জড়িয়ে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতার যোগ্যতা হারান সাবেক এমপি মির্জা আব্বাস। তার অবর্তমানে মনোনয়ন পান সোহেল।

অবশ্য মির্জা আব্বাস ঢাকা-৮ আসন ছাড়াও ঢাকা-৯ আসনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মতিঝিল, রমনা ও শাহবাগ এলাকার একাংশ নিয়ে ঢাকা-৮ আসন গঠিত। তবে নাশকতার একাধিক মামলায় হাবীব-উন নবী খান সোহেল বর্তমানে কারাগারে আছেন।

গো নিউজ২৪/এমআর

রাজনীতি বিভাগের আরো খবর