আজ চমক দেবেন বি. চৌধুরী


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ১৫, ২০১৮, ১২:৩৩ পিএম
আজ চমক দেবেন বি. চৌধুরী

ঢাকা : বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক সিএমজির নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করবে।

বৃহস্পতিবার দুপুর ১টায় বি. চৌধুরীর বারিধারার বাসভবন মায়া-বিতে এ বৈঠক হবে বলে জানা গেছে। পরে বিকল্পধারার পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হবে। আর প্রেস ব্রিফিংয়ের শেষ ভাগে একটা চমক আছে বলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানিয়েছেন বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম।

বৈঠকে বি. চৌধুরী ছাড়াও বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, বি. চৌধুরীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, যুক্তফ্রন্টের মুখপাত্র ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী এবং অ্যালিসন ব্লেকের সঙ্গে থাকবেন বাংলাদেশে যুক্তরাজ্য হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ক্যানবার হোসেইন-বর ও হাইকমিশনের পলিটিক্যাল এনালিস্ট এজাজুর রহমান।

হাইকমিশনের প্রতিনিধি দল একাদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করবেন এবং বৈঠক শেষে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন দুপুর ২টায়।

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর