জাপার মুখপাত্র হলেন রুহুল আমিন হাওলাদার


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১৪, ২০১৮, ১১:৩৫ এএম
জাপার মুখপাত্র হলেন রুহুল আমিন হাওলাদার

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির একমাত্র মুখপাত্র হিসেবে মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে দায়িত্ব দিয়েছেন দলের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ।

নির্দেশ মোতাবেক দলীয় নীতি ও সিদ্ধান্তের বিষয়াদি সম্পর্কে একমাত্র মহাসচিবই মিডিয়াকে অবহিত করা এবং মিডিয়ার কাছে বক্তব্য রাখার এখতিয়ার রাখবেন। মিডিয়াই দলীয় অন্য কারো বক্তব্য বা মন্তব্য তার নিজস্ব হিসেবে বিবেচিত হবে।

রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটেরও প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার সেই দায়িত্বও বহাল থাকবে। 

বুধবার দুপুরে এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় সাংবাদিকদের বিষয়টি জানায়।

এরআগে পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার দলের মুখপাত্র হিসেবে দায়িত্বে ছিলেন।

গো নিউজ২৪/এমআর

 

রাজনীতি বিভাগের আরো খবর