বড় থাকলে অসুবিধা আছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৮, ০৪:৩০ পিএম
বড় থাকলে অসুবিধা আছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর

ঢাকা : কাকে যে ছোট করবো সেটাইতো বুঝতে পারছি না। বড় থাকলে অসুবিধা আছে?সোমবার গণভবনে সাংবাদিকে নঈমুল ইসলাম খানের এক প্রশ্নের জবাবে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

নাঈমুল ইসলাম খানের প্রশ্ন ছিলো নির্বাচনকালীন সরকারের মন্ত্রীসভা গঠন নিয়ে। তিনি জানতে চান, কবে নাগাদ মন্ত্রীসভা ছোট হবে। 

উত্তরে প্রধানমন্ত্রী হেসে বলেন, কাকে যে ছোট করবো সেটাইতো বুঝতে পারছি না। বড় থাকলে অসুবিধা আছে?

এরপর তিনি উন্নয়নের চিত্র তুলে ধরে মন্ত্রীসভা ছোট করলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে কিনা সে আশঙ্কার কথা জানান প্রধানমন্ত্রী। এসময় বিষয়টি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।

বলেন, দেখা যাক কি হয়। যদি অপজিশন ডিমান্ড করে তখন করবো। আর না করলে কিছু করার নাই।  

প্রধানমন্ত্রী আরো বলেন, বর্তমান বাংলাদেশে রাজনীতিসহ সর্বক্ষেত্রে মানুষ স্বাধীনতা ভোগ করছে। এটাকে আমি স্বাগত জানাই। সম্প্রতি গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, মানুষ সব ক্ষেত্রে স্বাধীন। যারাই যা করছে আমি স্বাগত জানাই। তবে একটু ভেবে দেখা দরকার কারা কারা জোট করছে। তাদের কথাবার্তা, স্বভাব সবকিছু ভেবে দেখা উচিৎ।

এমনকি নারীদের সম্পর্কে অনেকের বিরুপ মনোভাব রয়েছে। জোটে এমন আছে যারা নারী সাংবাদিককে নিয়ে যে ধরণের মন্তব্য করতে পারে সেটাও ভেবে দেখা দরকার।

সোমবার গণভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সম্প্রতি সৌদি আরবে ৪ দিনের রাষ্ট্রীয় সফরের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

সৌদি আরবের দেশটির বাদশাহ এবং দুটি পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে গত মঙ্গলবার সৌদি আরব যান প্রধানমন্ত্রী। 

সফরে প্রধানমন্ত্রী সৌদি রাজপ্রাসাদে বাদশাহর সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সৌদি যুবরাজ, উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজের সঙ্গেও বৈঠক করেন তিনি।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় বাংলাদেশ চ্যান্সেরি ভবনের উদ্বোধন এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। ওমরাহ হজ্ব পালন শেষে তিনি দেশে ফেরেন।

গো নিউজ২৪/আই

 

রাজনীতি বিভাগের আরো খবর