ববি হাজ্জাজের দলকে নিবন্ধন দেওয়ার নির্দেশ


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৮, ০২:২৩ পিএম
ববি হাজ্জাজের দলকে নিবন্ধন দেওয়ার নির্দেশ

ঢাকা: ববি হাজ্জাজের নেতৃত্বাধীন দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনকে (এনডিএম) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায় পাওয়ার ১৫ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

রোববার দুপুরে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে এনডিএম’র রিট আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম। সঙ্গে ছিলেন, ব্যারিস্টার রাশনা ইমাম। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

এর আগে গত ১৬ অক্টোবর ববি হাজ্জাজ নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনকে (এনডিএম) নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে জারি করা রুলের ওপর শুনানি হয়। পরে এ বিষয়ে রায় ঘোষণার জন্য ২১ অক্টোবর দিন ধার্য করেন হাইকোর্ট।

গো নিউজ২৪/এমআর  

রাজনীতি বিভাগের আরো খবর