কোমর ভাঙা বুড়োদের ডাকে জনগণ সাড়া দেবে না : কাদের


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৮, ০৮:৫১ পিএম
কোমর ভাঙা বুড়োদের ডাকে জনগণ সাড়া দেবে না : কাদের

ঢাকা : হাঁটুভাঙা দল বিএনপি এখন কোমর ভাঙা এক বুড়ো নেতার কাঁধে ভর করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কদের।

তিনি বলেন, কোনো লাভ হবে না। এই জগাখিচুড়ি ঐক্য জনগণ মানে না, বিশ্বাস করে না। তারা ডাক দিলে জনগণ সাড়া দেবে না।

সোমবার বিকালে ঢাকার যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে নির্বাচনী প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগে ঐক্য থাকলে ৭০ দল ঐক্য করলেও আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

তিনি বলেন, ১৫ থেকে ২০ দিন পরে নির্বাচনের শিডিউল ঘোষণা করবে নির্বাচন কমিশন। দশ বছরে বিএনপিকে আন্দোলনে এ দেশের মানুষ দেখেনি, আন্দোলন আর কবে হবে। মরা গাঙ্গে জোয়ার আসে না। ১০ বছরে আন্দোলনে জোয়ার আসেনি, আর কয়েক দিনেও আসবে না।

জাতীয় ঐক্যফ্রন্টের দাবি প্রসঙ্গে বলেন, সামনে নির্বাচন, তারা সাত দফা দাবি দিয়েছে। তাদের সাত দফা দাবি মামা বাড়ির আবদার। সাত দফা দাবি কোনো দাবি নয়, এটা হলো ষড়যন্ত্রের দাবি, নির্বাচন বানচালের দাবি। জনগণ কোনো আন্দোলন চায় না, জনগণ নির্বাচন চায়।

আগামী নির্বাচন হবে খুব চ্যালেঞ্জিং হবে উল্লেখ করে কাদের বলেন, এই নির্বাচনে দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র আছে। আওয়ামী লীগে ঐক্য থাকলে কেউ নির্বাচনে পরাজিত করতে পারবে না।

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর