বাংলাদেশ এখন সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত : প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৮, ০৭:২৬ পিএম
বাংলাদেশ এখন সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত : প্রধানমন্ত্রী

ঢাকা : বাংলাদেশের সব মানুষ নিজেদের ধর্ম নির্বিশেষ সব ধর্মীয় উৎসব উদযাপনের মাধ্যমে বিশ্বের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সোমবার রাজধানীর রামকৃষ্ণ মিশন পরিদর্শনের সময় শেখ হাসিনা এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, এখানে সবাই ভাই-বোনের মতো প্রতিটি ধর্মীয় উৎসব উদযাপন করে থাকে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সব উৎসব উদযাপন করি।

শেখ হাসিনা জানান, তার সরকারের মূল লক্ষ্য হলো দেশকে সমৃদ্ধ হিসেবে গড়ে তোলা, যেখানে কোনো ক্ষুধা ও দারিদ্র্য থাকবে না। এটাই ছিল জাতির পিতার স্বপ্ন।

প্রধানমন্ত্রী বলেন, লাখো মানুষের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কখনো বৃথা যেতে পারে না।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ ও পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীও অনুষ্ঠানে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন রামকৃষ্ণ মিশন ও মঠের অধ্যক্ষ স্বামী ধ্রুবাবেশানন্দ।

 

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর