বৃহত্তর ঐক্যের রূপরেখা ঘোষণা আগামীকাল


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১২, ২০১৮, ০৮:০৩ পিএম
বৃহত্তর ঐক্যের রূপরেখা ঘোষণা আগামীকাল

ঢাকা: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ে বিএনপি-যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা ভিন্ন ভিন্ন প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে আগামীকাল খসড়া চূড়ান্ত করে শিগগিরই তা প্রকাশ করা হবে।

শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে উত্তরায় আ স ম আবদুর রবের বাসায় দীর্ঘ কয়েক ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষ সন্ধ্যায় রবের বাসার সামনে সাংবাদিকদের এসব কথা জানান যুক্তফ্রন্টের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনিও জানান, আগামীকাল চূড়ান্তভাবে বলা যাবে।

বৈঠকে উপস্থিত ছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মওদুদ আহমদ, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, সুলতান মনসুর, বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, কেন্দ্রীয় নেতা ওমর ফারুক, মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, ডা. জাহেদ উর রহমান, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।

আওয়ামী লীগের মিছিল

এদিকে আগামীকাল শনিবার বিকেলে আবারো বৈঠকে মিলিত হবেন ঐক্য প্রক্রিয়ায় যুক্ত দলগুলোর নেতারা। বৈঠক সূত্র জানায়, খুব একটা অগ্রগতি আজকের বৈঠকে না হলেও দুই-একটি ইতিবাচক দিক আছে।

দফা ও দাবি নিয়ে কিছু দ্বিমত এখনও আছে। সেগুলো শনিবার ড. কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরীর উপস্থিতিতে আলোচনা হতে পারে।

অন্যদিকে, রবের বাসায় বৈঠক চলাকালে বাইরে মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সন্ধ্যা পৌনে ৬ টার দিকে সরকারি দলের ৩০-৪০ জন নেতাকর্মী রবের বাড়ির সামনে দফায় দফায় মিছিল করেন।

মিছিলটি উত্তরা রাজলক্ষীর দিক থেকে এসে ৪ নম্বর সড়কের প্রায় শেষ মাথা পর্যন্ত গিয়ে ফিরে আসে। তিনবার আ স ম আবদুর রবের বাসার সামনে দিয়ে মিছিলটি প্রদক্ষিণ করে। শেষবার বাসার সামনে দাঁড়িয়ে শ্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা।

পরে তারা মিছিল নিয়ে রাজলক্ষীর দিকে চলে যায়।  মিছিল থেকে তারা 'একাত্তরের দালালেরা, হুঁশিয়ার সাবধান', 'বাড়াবাড়ি করিস না, পিঠের চামড়া থাকবে না' সহ বিভিন্ন শ্লোগান দেন।

গো নিউজ২৪/এমআর

রাজনীতি বিভাগের আরো খবর