ঐক্যের সরকারে তারেকের নেতৃত্ব চান না মাহি!


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ১২, ২০১৮, ১১:৪৭ এএম
ঐক্যের সরকারে তারেকের নেতৃত্ব চান না মাহি!

ঢাকা: দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ আলোচনার জন্ম দিয়েছে জাতীয় ঐক্য প্রক্রিয়া। তবে যতটা না আলোচনা চলছে কাজে কর্মে ঐক্য ততটা এগোয়নি বললে ভুল হবে না। 

বিএনপির সঙ্গে এক্য গড়তে এ পর্যন্ত বেশ কয়েকটি সভা-সমাবেশ হলেও এখনও উভয় পক্ষের সমঝোতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এর পেছনে জামায়াতকে প্রধান অন্তরায় মনে করা হলেও তা আসলে কতটা সত্য এ নিয়েও প্রশ্ন দেখা দিতে শুরু করেছে। 

কেউ কেউ বলছেন, জামায়াত নয়, বিএনপির সঙ্গে ক্ষমতার ভারসম্যের জায়গায় বনিবনা না হওয়াই মূলত ঐক্যের পথে প্রধান অন্তরায় হয়ে দাড়িয়েছে। এক্ষেত্রে বিকল্প ধারা বাংলদেশের প্রধান বদরুদ্দোজা চৌধুরী এবং তার ছেলে মাহি বি. চৌধুরী প্রধান বাধা হয়ে দাড়িয়েছেন। কেননা পূর্ব অভিজ্ঞতার আলোকে বিএনপিকে বিশ্বাস করতে পারছেন না তারা। তাদের ধারণা যেহেতু মাঠে বিএনপির নেতাকর্মী বেশি তাই সংসদে বিএনপিসহ ঐক্য প্রক্রিয়ার সদস্য সংখ্যার ভারসম্য না থাকলে সরকার গঠনের পর যে কোনো মুহুর্তে অন্যদেরকে ছুড়ে ফেলতে পারে বিএনপি।

এছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর যাবজ্জীবন সাজা পাওয়া তারেক রহমানকে নিয়েও নানা রকম জল্পনা-কল্পনা শুরু হয়েছে ঐক্য প্রক্রিয়ার নেতাদের মাঝে। বৃহস্পতিবার ঐক্য প্রক্রিয়ার নির্ধারিত সভা শেষ মুহুর্তে ভেঙে যাওয়ার এটি একটি অন্যতম কারণ বলেও জানা গেছে।

এমন পরিস্থিতে বি. চৌধুরী এবং মাহি বি. চৌধুরী চাচ্ছেন, বিএনপি যদি জাতীয় প্রক্রিয়ার অংশ হয় তবে সরকার গঠন করলে তাতে তারেক রহমানের কোনো কর্তৃত্ব থাকবেনা এমন অঙ্গিকার নিতে।  তারা চায়, তারেক রহমান বিএনপির নেতৃত্বে থাকবেন কি থাকবেন না সেটা বিএনপির একান্ত বিষয়। কিন্তু জাতীয় ঐক্য প্রক্রিয়া সরকার গঠন করলে সেখানে তারেকের কোনো ধরণের কর্তৃত্ব থাকবে না।     

 

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর