সংসদ সদস্যকে লাল কার্ড দেখালেন ইউপি চেয়ারম্যানরা


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০১৮, ০৫:২০ পিএম
সংসদ সদস্যকে লাল কার্ড দেখালেন ইউপি চেয়ারম্যানরা

ঢাকা : নরসিংদীর শিবপুরে সংসদ সদস্য (এমপি) সিরাজুল ইসলাম মোল্লাকে লাল কার্ড দেখিয়ে দিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। বৃহস্পতিবার উপজেলার মাসিক সমন্বয় পরিষদের সভায় এমপির উপস্থিতির খবর শুনে ১৫ সদস্যের মধ্যে ৯ জন চেয়ারম্যানসহ ১৩ জন জনপ্রতিনিধি সভা বর্জন করেছেন।

উন্নয়ন বরাদ্দ না দেয়ার ক্ষোভে এ সমন্বয় সভা বর্জন করা হয়েছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যানরা। পরে কোরাম না হওয়ায় এই সভা মুলতবি ঘোষাণা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা।

জানা গেছে, শিবপুর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৭টিতেই আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান, বাকি দুটিতে বিএনপির। বর্তমান স্বতন্ত্র নির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম মোল্লা পদাধিকার বলে উপজেলা মাসিক সমন্বয় পরিষদের প্রধান উপদেষ্টা। এই কমিটির মোট সদস্য সংখ্যা ১৫ জন।

ইউপি চেয়ারম্যানরা অভিযোগ করে বলেন, স্বতন্ত্র হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে সিরাজুল ইসলাম মোল্লার সঙ্গে শিবপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দূরত্ব সৃষ্টি হয়। এছাড়া বিগত দিনগুলোতে টিআর, কাবিখাসহ বিভিন্ন উন্নয়ন বরাদ্দ উপজেলার ইউনিয়ন পরিষদ গুলোতে না দেয়ায় চেয়ারম্যানরা বিক্ষুব্ধ। সংসদ সদস্য তার নিজস্ব লোকদের দিয়ে এসব বরাদ্দ খরচ করছেন। এরই জের ধরে বৃহস্পতিবার উপজেলা মাসিক সমন্বয় সভায় এমপি সিরাজের উপস্থিতির খবর শুনে বৈষম্যের প্রতিবাদ হিসেবে এক যোগে চেয়ারম্যনরা সভা বর্জন করেন। এতে স্থানীয় রাজনিতিতে নতুন করে এমপির সংঙ্গে আওয়ামী লীগের জনপ্রতিনিদের দূরত্ব প্রকাশ্যে রুপ নিল।

সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা বলেন, সভার সভাপতি উপজেলা চেয়ারম্যান এবং মিটিং ডেকেছেন ইউএনও। তারপরও ইউপি চেয়ারম্যানরা কেন এতে অংশ নিলেন না, এই প্রশ্ন আমারও। আমি তো মাত্র উপদেষ্টা। শুনেছি বিভিন্ন অজুহাত দেখিয়েছেন ইউপি চেয়ারম্যানরা।

তিনি আরও বলেন, ইউনিয়নের জন্য কোনো উন্নয়ন বরাদ্দ আমার কাছে নেই, আছে উপজেলা চেয়ারম্যানের কাছে। তারপরও যদি কিছু চাওয়ার থাকে তবে চেয়ারম্যানরা আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। 

গো নিউজ২৪/আই


 

রাজনীতি বিভাগের আরো খবর