নির্বাচন করবেন না জমির উদ্দিন, দোয়া চাইলেন ছেলের জন্য


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০১৮, ০৪:১৫ পিএম
নির্বাচন করবেন না জমির উদ্দিন, দোয়া চাইলেন ছেলের জন্য

ঢাকা : নিরপেক্ষ ভোট হলে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ১০টি আসনেও জিততে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার। 

শুক্রবার দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে নিজ বাসভবনে নেতা কর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

এসময় তিনি বলেন, সম্পূর্ণ অবৈধভাবে ক্ষমতা দখল করে এই সরকার হুম-হত্যা এবং বিরোধী মতামতের লোকজনদের উপর অমানবিক অত্যাচার নির্যাতন করছেন। পৃথীবীর কোন রাষ্ট্রে নির্বাচনকালীন সময়ে পূর্ববর্তি সরকার বহাল থাকে না। এই সরকার কারচুপি করে আবার ক্ষমতা দখলের উদ্দ্যেশ্যে তাদের অধীনে নির্বাচন করতে চাচ্ছেন । 

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বিচারপক্রিয়া সম্পূর্ণ অবৈধ। জেলখানায় কোর্ট স্থাপনের কোন বিধান নেই। পৃথিবীর সব দেশ এমন কি জাতীসংঘও এই সরকারের কর্মকান্ডের প্রতি নিন্দা জানিয়েছে। তারপরও এই সরকারের কোন অভিব্যাক্তি নেই। 

এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমার বয়স হয়ে গিয়েছে নির্বাচন নাও করতে পারি। তাই আগামী নির্বাচনে আপনারা আমার ছেলেকে এই আসনে নির্বাচিত করবেন। যেবাবে আমার জীবনে সহযোগিতা করেছেন ঠিক তেমনি আমার ছেলেকেও দেখে রাখবেন। বাবা হিসেবে আপনাদের পাশে থাকার জন্য ছেলেকের আমি কঠিন নির্দেশনা দিয়েছি। আমি রাজনীতিতে আছি যতদিন বেঁচে আছি বিএনপির রাজনীতি করবো। 

উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার পঞ্চগড়-১ সংসদীয় আসন থেকে ১৯৯৬ এবং ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।  জমির উদ্দিন সরকারের ছেলে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির।

থানা বিএনপির সভাপতি মোহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার নওসাদ জমির, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদ, রিনা পারভিন, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রুবেল পাটোয়ারী, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রেজাউল করিম শাহীন, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান প্রমুখ । 


গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর