বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রে খালেদা জিয়াও জড়িত : প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ১৬, ২০১৮, ০৬:২৩ পিএম
বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রে খালেদা জিয়াও জড়িত : প্রধানমন্ত্রী

১৯৭৫ সালের ১৫ আগস্টের ষড়যন্ত্রে জিয়াউর রহমান শুরু থেকেই জড়িত ছিলো বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তৎকালীন সময়ে জিয়াউর রহমান এবং তার পরিবারের ঘন ঘন ৩২ নম্বরে যাতায়াতের ঘটনা ষড়যন্ত্রেরই অংশ ছিলো এবং ১৫ আগস্টের ষড়যন্ত্রে জিয়াউর রহমান শুরু থেকেই জড়িত ছিলো এবং তার স্ত্রী খালেদা জিয়াও জড়িত।জড়িত না থাকলে জিয়া বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারে বাধা দিতেন না বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ।

বঙ্গবন্ধুকে হত্যার পর কিভাবে খুনি মোস্তাক রাষ্ট্রপতি হলো এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, তখন সংবিধান অনুযায়ী এটা হওয়ার কথা ছিলো না। 

বক্তব্যে আবেগ আপ্লুত হয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, কাকে দোষ দেবো। যারা আওয়ামী লীগের সঙ্গে ছিলো ১৫ আগস্টের পর তাদের অনেকেই দুরে সরে গেলো।এমনকি ক্ষমতার লোভে বঙ্গবন্ধুর সহকর্মীদের অনেকেই মোস্তাকের সরকারে যোগ দিলো।

শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান ক্ষমতা দখল করার পর আমাদের দেশের অনেক বুদ্ধিজীবীরাও তার পক্ষে সাফাই গাইতে শুরু করলো। তারা বলতে থাকলো জিয়াউর রহমান নাকি দেশে গণতন্ত্র দেবেন। তারা কি এটা বুঝলো না যে, জিয়া কী করে গণতন্ত্র দেবে। সেইতো অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। 

তিনি বলেন, অস্ত্রের মুখে বিচারপতি সায়েমকে হটিয়ে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন জিয়া। পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করতেন তিনি। গুম আর হত্যা করাই তো ছিল জিয়ার কাজ। হাজার হাজার সেনা কর্মকর্তাকে হত্যা করেছেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালে নয় মাসের যুদ্ধে দেশ স্বাধীন হলো। এরপর সেই যুদ্ধবিধ্বস্ত একটি দেশের হাল ধরলেন বঙ্গবন্ধু। দেশ গড়ার ক্ষেত্রে প্রতিটি বিষয়ে তিনি পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু এর মধ্যেই একটি স্বাধীনতা বিরোধী চক্র এবং তাদের সাথে মুক্তিযুদ্ধ করেছেন এমন কিছু মানুষ মিলে বিরোধীতা শুরু করে দিলো। তারা একের পর এক অপপ্রচার শুরু করে দিলো। যার পরিণতি ১৫ আগস্ট।

জনপ্রিয়তাই বঙ্গবন্ধুর জন্য কাল হয়েছিলো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খুনিরা সাক্ষাৎকারে বলেছে— শেখ মুজিব এত বেশি জনপ্রিয়, শত চেষ্টা করেও তার জনপ্রিয়তা কমানো যায়নি। যার কারণে তাকে হত্যা করা হয়েছে।

 

গো নিউজ২৪/আই

এ সম্পর্কিত আরও সংবাদ


রাজনীতি বিভাগের আরো খবর