রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মন্টু গ্রেফতার


রাজশাহী প্রকাশিত: জুলাই ২২, ২০১৮, ১২:২৩ পিএম
রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মন্টু গ্রেফতার

রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। নির্বাচনি প্রচারণায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতেখায়ের আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার সকালে  নগরীর সাগরপাড়ায় বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পথসভায় ককটেল বিস্ফোরণের মামলায় মতিউর রহমান মন্টুকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। নির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে বোয়ালিয়া থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

তিনি আরও বলেন, রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে। প্রয়োজনে রিমান্ডের আবেদন করা হতে পারে।

এর আগে মঙ্গলবার সকালে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে (রাসিক) বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগের সময় পথসভা চলাকালে ককটেল হামলার ঘটনায় অজ্ঞাত আটজনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করা হয়।

বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেছিলেন।

গো নিউজ২৪/এমআর

রাজনীতি বিভাগের আরো খবর