আমি জনগণের সেবক, সংবর্ধনার প্রয়োজন নেই : প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ২১, ২০১৮, ০৪:৫১ পিএম
আমি জনগণের সেবক, সংবর্ধনার প্রয়োজন নেই : প্রধানমন্ত্রী

ঢাকা : ‘এ মণিহার আমায় নাহি সাজে‘। আমার সংবর্ধনার প্রয়োজন নেই। আমি জনগনের সেবক, জনগণের কাজের মাধ্যমে বেঁচে থাকতে চাই।কথাগুলো বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা মানুষের ভোট ও ভাতের অধিকারের জন্য কাজ করেছেন। আমি তার কন্যা হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে করি। তার স্বপ্নের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছি।

বক্তব্যের একপর্যায়ে সংবর্ধনা বাংলাদেশের মানুষকে উৎসর্গ করেন শেখ হাসিনা।তিনি বলেন, আমার রাজনীতি শোষিত-বঞ্চিত মানুষের জন্য, তাদের ভাগ্য যেদিন গড়তে পারবো সেদিন নিজেকে সার্থক মনে হবে।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে মঞ্চে এসে উপস্থিত হন তিনি। এসময় সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত বিপুল সংখ্যক নেতাকর্মী স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এরপর নাচে-গানে প্রধানমন্ত্রীকে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মাননা প্রদান করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

স্যাটেলাইট উৎক্ষেপণ, স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন, অস্ট্রেলিয়ায় ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ এবং ভারতের নজরুল বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট ডিগ্রি অর্জনসহ উন্নয়ন ও অর্জনে অসাধারণ অবদান রাখায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেয়া হয়। 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সন্তান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় উপস্থিত হয়েছেন। 


গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর