চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু করি না : আইভী


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১৮, ২০১৮, ০৭:০৫ পিএম
চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু করি না : আইভী

যারা আমার ওপর হামলা করেছে, তারাই এখন শহরে বুক ফুলিয়ে হাঁটে। চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু করি না। বুধবার সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গনে বাজেট ঘোষণা অনুষ্ঠানে এমন কথা বলেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।

আইভী বলেন, ইতোমধ্যে জালকুড়িতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি প্রকল্প চুক্তি হয়েছে। জমি বুঝিয়ে দেয়ার পরেই কাজ শুরু হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে নগরীতে পলিথিনের সমস্যা থাকবে না।

এসময় ফুটপাত প্রসঙ্গে তিনি বলেন, আপনারা দেখেছেন ফুটপাত নিয়ে হামলার ঘটনা। আমাকে ও আমার সঙ্গে থাকা লোকজনদের কিভাবে মারা হয়েছে। কিন্তু সকলের দোয়ায় আমরা সেদিন বেঁচে গেছি। যারা হামলা করেছে তারাই এখন শহরে বুক ফুলিয়ে হাঁটে। চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু করি না।

সিটি মেয়র বলেন, প্রশাসনের কতিপয় লোকের জন্য হকাররা ফুটপাত দখলের সুযোগ পায়। তবে আমি সুশীল সমাজকে অনুরোধ করব- ফুটপাত দখলের বিরুদ্ধে আবারও আন্দোলনে নামার জন্য। যে সরকারই আসে সে সরকারের আমলেই ফুটপাত দখল করে রাখা হয়।

অবৈধ স্ট্যান্ড নিয়ে মেয়র আইভী বলেন, অনেকে বলেন যানজট নিরসন সিটি করপোরেশনের কাজ। কিন্তু এটা সিটি করপোরেশনের কাজ নয়। এটা মূলত ট্রাফিক বিভাগের কাজ।

খাল দখলমুক্ত করা নিয়ে তিনি বলেন, ইতোমধ্যে ১৬৬ কোটি টাকার প্রজেক্ট হাতে নেয়া হয়েছে। খালগুলো দখলমুক্ত করে পুনঃখনন করে সৌন্দর্যমণ্ডিত করা হবে।

শহীদ মিনারের নিরাপত্তা নিয়ে বলেন, প্রভাবশালী লোকের কারণে শহীদ মিনারের নিরাপত্তা নিশ্চিত করা যাবে কিনা এ ব্যাপারে ভয় হয়। কারণ সাংস্কৃতিক কর্মীদের উপর কয়েকবারই হামলা করা হয়েছে। আমি একজন দারোয়ান রাখার চেষ্টা করব।

অনুষ্ঠানে নতুন করে কোনো কর আরোপ ছাড়াই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য ৭১৫ কোটি ৫১ লাখ ২১ হাজার ৩৭৭ টাকা বাজেট প্রস্তাব করা হয়।

 

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর