‘পর্দার আড়ালে বিএনপি কী করছে, সব খবর জানা আছে’


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১৯, ২০১৮, ০২:০৫ পিএম
‘পর্দার আড়ালে বিএনপি কী করছে, সব খবর জানা আছে’

পর্দার আড়ালে বিএনপি কী করছে, এর সবই সরকারের জানা আছে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। এ দেশে কোনো ষড়যন্ত্র টিকবে না। 

মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যৌথ সভা শেষে এ কথা বলেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ইল্যান্ডের বৈঠক। আরও অনেক জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে। ঢাকাতেও এখানে ওখানে গভীর রাতে বৈঠক চলছে। তারা মনে করছে, আমরা জানি না। সব খবরই জানা আছে। এবার কোনো ষড়যন্ত্র টিকবে না। দেশের জনগণ প্রতিহত করবে।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেবে কি নেবে না- এটা তাদের বিষয়। তবে নির্বাচনে অংশ নেয়াটা তাদের গণতান্ত্রিক অধিকার। তিনি প্রশ্ন করেন পৃথিবীর কোন দেশে বিরোধী দলকে ডেকে ডেকে নির্বাচনে অংশ নেয়ায়?

তিনি আরোও বলেন, সিএমএইচ হচ্ছে দেশের সবচেয়ে ভাল হাসপাতাল। নির্বাচনে খালেদা জিয়া সেনাবাহিনী চান, কিন্তু মিলিটারি হাসপাতালে চিকিৎসা নেবেন না- এটা কেমন কথা?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির দেশের জনগণের প্রতি আস্থা নেই। তাই তারা বিদেশিদের কাছে বার বার ধরনা দিচ্ছে । তাদের কাছে অভিযোগ করে দেশকে খাটো করছে। এটা তাদের রাজনৈতিক দেউলিয়াপনা।

ওবায়দুল কাদের বলেন, আগামী সংসদ নির্বাচনে না এলে কী হবে, তা বিএনপি জানে। তারপরও তারা নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করছে। বিএনপি আন্দোলনও করতে চায়, আবার নির্বাচনেও অংশ নিতে চায়। বিগত নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে। আবার একই ভুল করলে তারা নিজেরাই সমালোচনার শিকার হবেন।

যৌথসভায় আগামী ২৩ জুন বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের নব নির্মিত ভবন উদ্বোধন, ৭জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোহরাওয়ার্দী উদ্যানে সংবর্ধনা দেয়ার কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানানো হয়।

গো নিউজ২৪/এমআর

রাজনীতি বিভাগের আরো খবর