খালেদার প্যারোল চান মাহবুব, জয়নুল বললেন জানি না


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুন ১৪, ২০১৮, ০৫:৫১ পিএম
খালেদার প্যারোল চান মাহবুব, জয়নুল বললেন জানি না

ঢাকা : খালেদা জিয়াকে প্যারোলে মুক্তির দাবির বিষয়ে ভিন্নমত দেখা দিয়েছে তার আইনজীবীদের মধ্যে। আইনজীবীদের একটি পক্ষ বিএনপির চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য প্যারোলে মুক্তির দাবি জানালেও অন্য পক্ষ তা জানেন না বলে নাকচ করে দিয়েছেন। 

বুধবার (১৩ জুন) খালেদা জিয়ার আইনজীবী ও  বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক বিবেচনায় সুচিকিৎসা নেয়ার সুবিধার্থে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেয়া উচিৎ।

তিনি বলেন, দীর্ঘ ৪ মাস কারাবন্দি থেকে খালেদা জিয়ার রোগ আরও বৃদ্ধি পেয়েছে। এবার তার জীবনের আশঙ্কার সৃষ্টি হয়েছে। তাকে দ্রুত চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দিন। 

তার এই বক্তব্য মিডিয়ায় প্রকাশ পেলে বৃহস্পতিবার ( ১৪ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আসেনি। এ বিষয়ে কোনো আবেদন করা হলে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে মাদকমুক্ত অভিযানের নামে বিনা বিচারে হত্যাকাণ্ডের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেন খালেদা জিয়ার আরেক আইনজীবী সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

সংবাদ সম্মেলনে তিনি খন্দকার মাহবুব হোসেনের বক্তব্যকে ব্যক্তিগত মত বলে উল্লেখ করেন।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, বেগম জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে খন্দকার মাহবুব হোসেন যে বক্তব্য দিয়েছেন, এটা ওনার ব্যক্তিগত অভিমত। আমাদের সঙ্গে তিনি এ বিষয়ে আলোচনা করেননি। এসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাসেবা দেয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকনসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, বেগম জিয়া খুবই অসুস্থ। তার চিকিৎসার জন্য খন্দকার মাহবুব হোসেন সম্ভবত এ দাবি করেছেন।

 

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর