শান্তিনিকেতনে আনন্দ ভ্রমণ করছেন শেখ হাসিনা


নিজেস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ২৬, ২০১৮, ০১:২৮ পিএম
শান্তিনিকেতনে আনন্দ ভ্রমণ করছেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিনিকেতনে আনন্দ ভ্রমণ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রীর এ সফরে কোনও ধরনের এজেন্ডা নেই। সেখানে গিয়ে তিনি খোশগল্প ও রমজান মাসে সংগীত উপভোগ করছেন।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বুঝতাম যদি তিনি তিস্তার এক বালতি নয়, এক বাটি পানিও আনতে পেরেছেন। কিন্তু ওই দেশের প্রতি প্রধানমন্ত্রীর এতই অনুরাগ তাদেরকে তিনি সবই দিয়ে যাবেন। কোন কৃতজ্ঞতার কারণে তা দিয়ে যাবেন জনগণ জানে। কিন্তু তাদের কাছ থেকে এক ফোঁটা পানিও আনতে পারবেন না প্রধানমন্ত্রী।

মাদকবিরোধী অভিযান নিয়ে তিনি বলেন, এ পর্যন্ত মাদকবিরোধী অভিযানের নামে বিচারবহির্ভূতভাবে প্রায় ৭৫ জনকে হত্যা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতরাতেও পাঁচ জেলায় সাতজনকে ক্রসফায়ারে দেয়া হয়েছে।

গোটা দেশকে বধ্যভূমিতে পরিণত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে মাদক নির্মূলের নামে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা হয়েছে। এভাবে নির্বিচারে মানুষ হত্যা সবার জন্য রীতিমতো উদ্বেগ, ভয় ও বিপদের কারণ হতে পারে। যোগ করেন রিজভী।

মাদকবিরোধী অভিযানের নামে আইনশৃঙ্খলাব বাহিনী বাণিজ্য করছে অভিযোগ করে রিজভী বলেন, নিরীহ লোকদের ধরে হত্যা ও হত্যার ভয় দেখিয়ে ঈদের আগে রমরমা বাণিজ্য চলছে।

তিনি বলেন, প্রত্যেক ঈদ মওসুমে সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে এধরনের বাণিজ্য করার সুযোগ করে দেয়। এখন গ্রেফতার বাণিজ্যের পাশাপাশি হত্যা-বাণিজ্য চলছে।

গো নিউজ২৪/এমআর

রাজনীতি বিভাগের আরো খবর