বাগেরহাট-৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হাবিবুন নাহার


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মে ২৪, ২০১৮, ০৫:৩২ পিএম
বাগেরহাট-৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হাবিবুন নাহার

ঢাকা : বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাগেরহাট-৩ আসনের উপনির্বাচনে জয়ী হচ্ছেন আওয়ামী লীগ মানোনীত প্রার্থী হাবিবুন নাহার। আর কোনও প্রার্থী না থাকায় আগামী ৪ জুন তাকে এই আসনে এমপি হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেবে নির্বাচন কমিশন (ইসি)।

হাবিবুন নাহার খুলনার নবনির্বাচিত সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী। এই আসনটি ছেড়ে দিয়ে খুলনা সিটি করপোরেশন নির্বাচন করেন তালুকদার  আব্দুল খালেক।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বাগেরহাট জেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন হাবিবুন নাহার। মনোনয়নপত্র গ্রহণ করেন রিটার্নিং অফিসার মো. নুরুজ্জামান তালুকদার।

এবিষয়ে রির্টানিং অফিসার মো. নুরুজ্জামান তালুকদার বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ। এখন পর্যন্ত শুধুমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপ-নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ২৭ মে বাছাই এবং ৩ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। দাখিলকৃত মনোনয়নপত্র ঠিক থাকলে আগামী ৪ মে হাবিবুন নাহারকে বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

 

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর