তিস্তা চুক্তি প্রধানমন্ত্রীর সফরের উদ্দেশ্য নয় : পররাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মে ২৩, ২০১৮, ০৭:১৫ পিএম
তিস্তা চুক্তি প্রধানমন্ত্রীর সফরের উদ্দেশ্য নয় : পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা : আগামী শুক্রবার (২৫ মে) ভারতের পশ্চিমবঙ্গে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দিনের সফর শেষে শনিবার (২৬ মে) রাতে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে। পশ্চিমবঙ্গে অবস্থানকালে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে দু’দেশেই। বিশেষ করে দুই প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলে সেখানে তিস্তা চুক্তির বিষয়টির কোনো সুরাহা হবে কিনা এটাই এখন প্রধান আলোচনার বিষয় হয়ে দাড়িয়েছে।

এমন পরিস্থিতিতে তিস্তা চুক্তি প্রধানমন্ত্রীর সফরের উদ্দেশ্য নয় বলে জানিয়েছে সরকার।

প্রধানমন্ত্রীর সফর নিয়ে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এই সফরে তিস্তার জট খোলার সম্ভাবনা কতটুকু-এমন প্রশ্নে মাহমুদ আলী বলেন, কী  হবে তা যথা সময়ে প্রকাশ পাবে। এর চেয়ে বেশি কিছু বলা যায় না। কিছু করার নেই। আসলে এই সফরের উদ্দেশ্য আলাদা। 

সফরে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা হবে কি না এবং জানতে চাইলে মন্ত্রী বলেন, সাহায্যের দিক থেকে ভারত সবচেয়ে এগিয়ে। রোহিঙ্গা ইস্যুতে ভারত প্রথম থেকেই আমাদের পাশে ছিল। তারা সাহায্য করেই যাচ্ছে।

রোহিঙ্গারা যেন তাদের দেশে ফিরে থাকতে পারে সেজন্য অবকাঠামোগত কাজ করে যাচ্ছে ভারত। এ নিয়ে তাদের সাথে মিয়ানমার সরকারের একটা চুক্তিও হয়েছে। গত দুই মাস আগে অবকাঠামোগত কাজে ভারত নেমে পড়েছে।

রোহিঙ্গা সমস্যা সমাধান আদৌ হবে কি না এমন প্রশ্নে মাহমুদ আলী বলেন, আমরা আশাবাদী। তবে সময় কত লাগবে এটা বলা যাবে না। বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো মিয়ানমারকে আগের চেয়ে বেশি চাপ প্রয়োগ করছে।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গের আসানসোলে অবস্থিত কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি.লিট) উপাধি প্রদান করা হবে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

 

গো নিউজ২৪/আই
 

রাজনীতি বিভাগের আরো খবর