জামায়াতের সাথে বার্গেনিং শেষ পর্যায়ে


নিজেস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২২, ২০১৮, ০৯:৪৯ এএম
জামায়াতের সাথে বার্গেনিং শেষ পর্যায়ে

আসছে ১৫ মে অনুষ্ঠেয় গাজীপুর সিটি কর্পোরেশেন নির্বাচন নিয়ে জোট শরিক জামায়াতের সঙ্গে বিএনপির যে দরকষাকষি চলছিল তা এখন শেষ পর্যায়ে। ২০দলীয় জোট সমন্বয়কারী নজরুল ইসলাম খান এ কথা জানিয়েছেন।

শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে, এই সভা থেকেই বিএনপি নেতারা জামায়াতের সঙ্গে আলোচনা করে। আলোচনায় গাজীপুরে ছয়টি ওয়ার্ড কাউন্সিলর পদে জোটের মনোনয়ন চায় জামায়াত। আর এর বিনিময়ে মেয়র পদে বিএনপি নেতাকে সমর্থনের কথা জানায় জামায়াত। এছাড়া আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জোটের মনোনয়ন চায় জামায়াত।

বৈঠক শেষে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতের প্রার্থী প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে জোট সমন্বয়কারী নজরুল ইসলাম খান বলেন, ‘এটা বার্গেনিংয়ের বিষয়, বার্গেনিং শেষ পর্যায়ে।’

বৈঠকে অন্যদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, লে. জে. (অব.) মাহাবুবুর রহমান, ড.আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন

গো নিউজ২৪/এমআর

 

রাজনীতি বিভাগের আরো খবর