প্রবাসে ভোট বেশি বিএনপির!


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ২০, ২০১৮, ১১:১০ এএম
প্রবাসে ভোট বেশি বিএনপির!

ঢাকা : প্রবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোটার করার পক্ষে মত দিয়েছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধি ও বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতরা। তবে তারা প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে স্বল্প পরিসরে ভোটার করার উদ্যোগ নিতে নির্বাচন কমিশনকে সুপারিশ করেন।

যাদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) রয়েছে তাদের অগ্রাধিকার দেয়ার কথা বলেন। প্রবাসীদের ভোটার করতে বাংলাদেশের মিশনগুলো সব ধরনের সহায়তার আশ্বাস দেয়।

তবে প্রধান নির্বাচন কমিশনার খান মোহাম্মদ নুরুল হুদা মনে করেন, প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটার করতে দ্বৈত নাগরিকত্ব অন্যতম প্রধান সমস্যা। তিনি বলেন, আগামী নির্বাচনে প্রবাসে ভোটগ্রহণের ব্যবস্থা করা সম্ভব হবে না।

এদিকে এক সমিক্ষায় দেখা গেছে প্রবাসীদের ভোটার করা হলে রাজনৈতিকভাবে লাভবান হবে বিএনপি। প্রবাসী ভোটের বেশিরভাগ বিএনপির পক্ষে যাবে।

দীর্ঘ ১০ বছর ক্ষমতার বাইরে থাকায় বিএনপি-জামায়াতের অনেক নেতাকর্মী মামলা-হামলা থেকে বাঁচতে বিদেশে পারি জমিয়েছেন। তারা সেখানে রাজনৈতিকভাবে শক্ত অবস্থান সৃষ্টি করেছেন। এজন্য মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে সাংগঠনিকভাবে বিএনপি-জামায়াত আওয়ামী লীগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। যার রেশ পরেছে সাধারণ প্রবাসীদের মাঝে।

সৌদি আরবের এক বিএনপি নেতা নাম প্রকাশ না কলে বলেন, সৌদিতে শতকরা ৭০ ভাগ প্রবাসী বিএনপি সমর্থক। এদের সকলে রাজনীতিতে সক্রিয় না থাকলেও তাদের ভোট ধানের শীষেই পরবে।

বাহরাইন বিএনপির সহসভাপতি ও প্রবাসী ব্যবসায়ী রুহুল আমিন আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটার করার দাবি জানিয়ে বলেন, দেশের ভোটারদের মতো জাতীয় নির্বাচনে ভোট দেয়ার অধিকার প্রবাসীদেরও থাকা উচিত। 

প্রবাসীদের ভোটার করলে বিএনপি লাভবান হবে কি না জানতে চাইলে তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী। বিএনপি সবসময় প্রবাসীদের ভোটার করার দাবি জানিয়েছে। প্রবাসীরা ভোট দিতে পারলে শুধু বিএনপি না, সকল দলই লাভবান হবে। সবচেয়ে বড় কথা বাংলাদেশি নাগরিক হিসেবে ভোট আমাদের অধিকার।

প্রবাসে বিএনপি-জামায়াতের সমর্থক বেশি কিনা জানতে চাইলে তিনি বলেন, শুধু প্রবাসে না, বাংলাদেশেও বিএনপির ভোট বেশি। নিরপেক্ষ নির্বাচন হলে সেটা প্রমাণ হবে। এছাড়া দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় বিএনপির অনেক নেতাকর্মী মামলা-হামলা থেকে বাঁচতে প্রবাসে আসতে বাধ্য হয়েছেন। এজন্য শুধু বাহরাইনের নয় গোটা মধ্যপ্রাচ্যে বিএনপির সমর্থক বেশি।


গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর