তারেকের প্রস্তাবে এরশাদের ওপর ক্ষেপেছেন রওশন


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২৩, ২০১৮, ০৩:৩৪ পিএম
তারেকের প্রস্তাবে এরশাদের ওপর ক্ষেপেছেন রওশন

ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে লোভনীয় প্রস্তাব দিয়েছেন।

জানা গেছে, বিএনপির রাজনীতিতে সক্রিয় নয় অথচ তারেকের ঘনিষ্ঠ এবং বিগত দিনে এরশাদেরও ঘনিষ্ঠ ছিলেন এরকম এজনকে দিয়ে এরশাদকে রাষ্ট্রপতি বানানোর প্রস্তাব দিয়েছেন তারেক। পাশাপাশি ক্ষমতায় গেলে এরশাদের নামে পুরোনো মামলাগুলোও প্রত্যাহার করা হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

এরশাদকে তারেকের দেয়া এ প্রস্তাবের কথা জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। যিনি একসময় এরশাদের উদেষ্টা ছিলেন।

এদিকে তারেক রহমানের এমন প্রস্তাবে হ্যা বা না কিছুই বলেননি এরশাদ। তিনি কেবল সময়ের অপেক্ষা করছেন এবং উপযুক্ত সময় হলেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন।

এরশাদ এটাও বলেছেন, বিগত দিনে অনেকেই অনেক কথা দিয়েছিলেন কিন্তু তারা কেউ কথা রাখেনি। তারা কেবল জাতীয় পার্টিকে ব্যবহার করেছে। এজন্য সামনে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন তিনি। 

অন্যদিকে তারেকের প্রস্তাবের বিষয়টি নিয়ে ক্ষেপেছেন জাতীয় পার্টির ক্ষমতাধর নেত্রী, জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

তারেক রহমানের দেয়া প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে ফিরিয়ে না দেয়ায় এরশাদের ওপর তিনি ক্ষেপেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে জাতীয় পার্টির সাবেক সাবেক এক সংসদ সদস্য বলেন, তারেক রহমানের প্রস্তাবে স্যারের (হুসেইন মুহম্মদ এরশাদ) ওপর বিরক্ত হয়েছেন ম্যাডাম (রওশন এরশাদ)। ম্যাডাম চাচ্ছেন আওয়ামী লীগের সঙ্গে থেকে আবারো বিরোধী দলে থাকবেন। এবিষয়ে তিনি কোনো রকম দোটানায় থাকতে চান না।

বিষয়টি নিয়ে জাতীয় পার্টির মন্ত্রী পরিষদের সদস্যরাও বেশ বিরক্ত এবং এরশাদের ওপর তারা আস্থা রাখতে পারছেন না বলেও ধারণা করা হচ্ছে।


গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর