মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগেই সব, তাদের সুযোগ কমবে না


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২১, ২০১৮, ০৪:০৭ পিএম
মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগেই সব, তাদের সুযোগ কমবে না

ঢাকা : মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কারণেই আজকে দেশের উন্নয়নের সুযোগ হয়েছে। তাদের জন্যই চাকরি সুযোগ, তাদের জন্যই সব। তাই তাদেরকে চাকিরির সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না। মেধাবীদের চাকরি দেয়া যাবে কিন্তু মুক্তিযোদ্ধাদের সুযোগ বন্ধ করা যাবেন। কারণ তাদের জন্যই বাংলাদেশ সৃষ্টি।

কোটা পদ্ধতির দিকে ইঙ্গিত করে কথাগুলো বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বিকেল চট্টগ্রামের পটিয়ায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেন, মোবাইল ফোনের মাধ্যমে দেশের ১ কেটি ৩০ লক্ষ মায়ের হতে যাচ্ছে শিক্ষার্থীদের বৃত্তির টাকা। লেখা পড়া করছে আপনাদের ছেলে-মেয়েরা টাকা দিচ্ছে সরকার। বলেছিলাম ডিজিটাল বাংলাদেশ করবো, করে দিয়েছি। কথাগুলো বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন প্রকল্প গুলোর বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী। সফরে দেশের বাণিজ্যিক রাজধানী নামে খ্যাত এ এলাকার মানুষের জন্য ৪১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন তিনি।

এর আগে বিকেল ৩টার দিকে তিনি জনসভা মঞ্চে উপস্থিত হন। জনসভা উপলক্ষে কানায় কানায় পরিপূর্ন হয়ে গেছে জনসভা স্থল।

দীর্ঘ ১৭ বছর পর চট্টগ্রামের পটিয়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে পটিয়ায় এটি তার প্রথম সফর। 

প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে পটিয়ার ইতিহাসে সবচেয়ে বড় জমায়েত করার লক্ষ্য নিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ।


গো নিউজ২৪/আই

এ সম্পর্কিত আরও সংবাদ


রাজনীতি বিভাগের আরো খবর