শান্তিপূর্ণ ছেড়ে কঠোর আন্দোলনের হুমকি দিলেন মওদুদ


নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: মার্চ ২০, ২০১৮, ০৯:০৭ পিএম
শান্তিপূর্ণ ছেড়ে কঠোর আন্দোলনের হুমকি দিলেন মওদুদ

ঢাকা : শান্তিপূর্ণ আন্দোলন ছেড়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেন, কতদিন আর আমরা শান্তিপূর্ণ আন্দোলন করবো? একটা পর্যায় আসবে দেশের মানুষ শান্তিপূর্ণ আন্দোলন আর চাইবে না। তখন বাধ্য হয়ে আমাদের তাদের সঙ্গে থাকতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে বৃহত্তর নোয়াখালী জেলা জাতীয়তাবাদী যুব ফোরাম আয়োজিত 'বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু'র নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে জোর করে পদত্যাগে বাধ্য করায় দেশের কোনো বিচারপতির মুক্ত মনে বিচার করার সাহস নেই। এ সরকারের আমলে যদি বাংলাদেশের সব চাইতে বড় কোনো ক্ষতি হয়ে থাকে, সেটা হলো বিচার বিভাগের বলতে আর কিছু নেই।

খালেদা জিয়াকে বেশি দিন আটকে রাখা যাবে না উল্লেখ করে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, সরকার জানে খালেদা জিয়াকে মুক্তি দিলে অসম্ভব অবস্থা সৃষ্টি হবে দেশে। তাই যতদিন যাবে সরকারই ততই চেষ্টা করবে তাকে কারাগারে রাখার। কিন্তু কারাগারে বেগম জিয়াকে বেশি দিন রাখা সম্ভব হবে না। রাজনীতিবিদ হিসেবে এটা তার চ্যালেঞ্জ।

 

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর