২২ মার্চের অনুষ্ঠানে ব্যাগ বহন নিষিদ্ধ


নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: মার্চ ২০, ২০১৮, ০৮:২৪ পিএম
২২ মার্চের অনুষ্ঠানে ব্যাগ বহন নিষিদ্ধ

ঢাকা : স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতিপত্র পাওয়ায় আনন্দ উদযাপনের দিন কোনো ধরনের ব্যাগ বহন নিষিদ্ধ করা হয়েছে। আগামী ২২ মার্চ বৃহস্পতিবার এ আনন্দ উদযাপন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার সচিবালয়ের সভাকক্ষে ২২ মার্চের কর্মসূচি বাস্তবায়নে এক সভা শেষে এই নিষেধাজ্ঞার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সভায় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৯৭৫ সালে বাংলাদেশ জাতিসংঘের স্বল্পোন্নত দেশ হিসেবে তালিকাভুক্ত হয়। আর বাংলাদেশ সময় ১৭ মার্চ জাতিসংঘ বাংলাদেশকে ‍উন্নয়নশীল দেশের স্বীকৃতিপত্র হস্তান্তর করে। আর এই স্বীকৃতি উদযাপনে ২২ মার্চ সারাদেশে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

সেদিন কেন্দ্রীয়ভাবে রাজধানীতেও হবে নানা অনুষ্ঠান। সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সব কটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে। বিকাল চারটায় হবে আনন্দ মিছিল। আর বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।


গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর