পুলিশের জলকামানে ‘আহত’ গয়েশ্বরের পুত্রবধূ হাসপাতালে


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০১৮, ০১:২৪ পিএম
পুলিশের জলকামানে ‘আহত’ গয়েশ্বরের পুত্রবধূ হাসপাতালে

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির ‘কালো পতাকা প্রদর্শন’ কর্মসূচিতে ‘আহত’ দ‌ক্ষিণ কেরানীগঞ্জ বিএন‌পির সভাপ‌তি অ্যাড‌ভো‌কেট নিপুর রায় চৌধুরীকে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য কারাবন্দি গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।

কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে কর্মসূচি পালনকালে পুলিশের জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপে আহত হন নিপুর রায়। বিএনপির দাবি, নিপুর রায় কার্যালয়ের ভেতরে অবস্থানকালে কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে তিনি আহত হন।

শনিবার সকাল ১০টার আগে থেকেই কালো পতাকা নিয়ে নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। সকাল ১০টার দিকে তারা পতাকা নিয়ে কার্যালয়ের মূল প্রবেশ পথের সামনের রাস্তায় বসে পড়েন। তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। এর আগে থেকেই কার্যালয়ের আশপাশে বিপুল পরিমাণ পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যালয়ের সামনে ৩০ মিনিট বিক্ষোভ করার পর হঠাৎ পুলিশ বিক্ষুদ্ধ নেতাকর্মীদের ওপর চড়াও হয়। এসময় নারীসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এক পর্যায়ে জলকামান থেকে রঙিন পানি ছুঁড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আটক করে বেশ কয়েকজনকে।

সকাল ১১টার দিকে পুলিশি বাধা উপেক্ষা করে ফের সড়কে এসে কালো পতাকা প্রদর্শন করতে চাইলে পুলিশ আবারও নেতাকর্মীদের ওপর চড়াও হয়। এসময় আরও কয়েকজনকে আটক করে পুলিশ। বিএনপির অভিযোগ, শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।

গো নিউজ ২৪/এমআর

 

 

এ সম্পর্কিত আরও সংবাদ


রাজনীতি বিভাগের আরো খবর