হাসিনা মনে করে ওনার পিতা মাতা সবাইকে আমরা মেরেছি!


নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০১৮, ১১:১০ এএম
হাসিনা মনে করে ওনার পিতা মাতা সবাইকে আমরা মেরেছি!

ঢাকা : আমি প্রধানমন্ত্রীর অনেক কাজে এপ্রিসিয়েট (প্রশংসা) করি। প্রধানমন্ত্রীর একটা সমস্যা যেটা আমি দেখি সেটা ওনার পিতা মাতা সবাইকে আমরা মেরে ফেলেছি। আমাদেরকে মনে রাখতে হবে ১৫ আগস্ট ১৯৭৫ সালে ওনার সবাইকে মেরে ফেলেছি। সেই ওনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি, ওনি ক্ষমতায় এসে কী বলেছিলেন? আমারা বাবা, মাকে মেরে ফেলেছে তোমরা কেউ কাঁদো নাই, আমি সবাইকে কাঁদিয়ে ছাড়ব। শাস্তি দেওয়া উদ্দেশ্য না, ওনি দুঃখের থেকে বলেছেন। সেই জন্যই খালেদা জিয়া বলেছেন ওনি কোন জিঘাংসা করবেন না।

কথাগুলো বলেছেন গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠা বিএনপিপন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত জাফরুল্লাহ চৌধুরী। সম্প্রতি একটি অনলাইন পোর্টালকে দেয়া সাক্ষাতকারে এসব কথা বলেন তিনি।  

তিনি আরও বলেন, আওয়ামী লীগ পরিবর্তনে ভয় পাচ্ছে। তারাও বুঝতে পারছে এই বুঝি পরিবর্তন হয়ে গেল। পরিবর্তন হয়ে গেলে এরা যদি জিঘাংসা নেয়। আজকে বিএনপির ২০ হাজার লোক জেলে ছিল, তারা কয়েক লাখ মামলার আসামি হয়েছে। হাসিনার মনে যে রকম জিঘাংসা হয়েছে, এদের মনেও তো জিঘাংসা তৈরি হয়েছে। বিএনপি যদি ক্ষমাতায় আসে, তারা যদি প্রতিশোধ নেবার চেষ্টা করে, দেশ অরাজকতা হবে।

সেই জন্য খালেদা জিয়ার জেলে থেকে বেরিয়ে এসে ওনি খোলা মনে যদি ঘোষণা দেন যে তিনি প্রতিহিংসার রাজনীতি করবেন না সেটা ভালো হবে।

খালেদা জিয়ার মামলায় অর্থ আত্মসাৎ প্রমাণ হয়নি উল্লেখ করে তিনি বলেন, খালেদার বিরুদ্ধে প্রমাণ হয়েছে ক্ষমতার অপব্যবহার। ৪০৯ ধারায় তারা সাজা হয়েছে। ১৯৭৩ সালে শেখ মুজিবুর রহমান আমাদের প্রিয় মুজিব ভাই গণস্বাস্থ্য ট্রাস্টকে ২৩ একর জায়গা দিয়েছিলেন, সেটাও তো ক্ষমতার অপব্যবহার। গণস্বাস্থ্য ট্রাস্টকে দিয়েছিলেন ভূমি দখল করে, ওনি মনে করেছিলেন জাফরুল্লাহ একটা স্বপ্ন দেখাচ্ছে, একটা ভালো কাজ করতে চায়, তাকে সাহায্য করা। এই যে আজকের প্রধানমন্ত্রী প্রতিদিন সাহায্য করছেন, এই যে সিদ্দিকুর রহমান চোখ ঠিক করার জন্য বিদেশে যাওয়ার পয়সা দিছেন। এগুলো কি ক্ষমতার অপব্যবহার বলবেন?


গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর