খালেদাকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া যাবে না


নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০১৮, ০৯:১০ পিএম
খালেদাকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া যাবে না

ঢাকা : দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া যাবে না বলে জানালেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের নামে খালেদা জিয়াকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া যাবে না।

বোরবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আনীত আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বেগম জিয়া যে মামলায় সাজা ভোগ করছেন সেই মামলা টেনে টেনে ১০টি বছর পার করেছেন। আইনের সব ধরনের সুযোগ-সুবিধা উনি গ্রহণ করেছেন। ১০ বছর পর সাজা হলো, সেই সাজা আদালতের তড়িঘড়ি রায় না। তাই কারও সাজাকে শর্ত করে নির্বাচনের দর কষাকষি হতে পারে না। অন্তর্ভুক্তির নির্বাচনের নামে খুনের আসামি, হত্যাকারী, দুর্নীতিবাজ নেতা-নেত্রীদের হালাল করে না। নির্বাচনের দরজা অপরাধী ছাড়া সবার জন্য খোলা আছে। অন্তর্ভুক্তির নির্বাচন মানে অপরাধীকে অন্তর্ভুক্তি করা নয়।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি আমাদের রাজনীতির বিষবৃক্ষ। সামরিকতন্ত্র, রাজাকারতন্ত্র, সাম্প্রদায়িতকা, হত্যা, খুনের সংমিশ্রণে জিয়াউর রহমান বিএনপি নামের এই বিষবৃক্ষ ৭৫ এর পরে রোপণ করেছিলেন। বেগম জিয়া সার-পানি নিয়ে এই বিষবৃক্ষকে বড় করেছেন। তাই এই বিষবৃক্ষ নিয়ে গণতন্ত্রের বাগান সাজানো চলে না।

 

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর