যেন এক মা হারা সন্তান!


ইমতিয়াজ আমিন, নিউজ রুম এডিটর প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০১৮, ১২:২৪ পিএম
যেন এক মা হারা সন্তান!

ঢাকা : মা ছাড়া কতদিন থাকা যায় ? মায়ের মর্ম কেবল তখনই বোঝা যায় যখন তিনি কাছে থাকেন না। সত্যি তাই। বিএনপির সাধারণ কর্মীদের অবস্থা যেন মা হারা মন্তানের মতোই এখন।

মুখ মলিন, চেহারায় উদাসীনতা নিয়ে মায়ের মুক্তির দাবিতে অনশন করছে তারা -কেমন আছেন মা, কিভাবে চলছেন, খাচ্ছেন একদিকে যেমন এসব চিন্তা অন্যদিকে মাকে মুক্ত করতে না পারার যন্ত্রণা যেন কুড়ে কুড়ে খাচ্ছে তাদের ভেতরটা। 

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনে বসেছে বিএনপির নেতাকর্মীরা। বিগত দিনগুলোতে বিএনপির যে কোনো আন্দোলন-সংগ্রামে (খালেদা জিয়া জেলে যাওয়ার আগে) সাধারণ কর্মীদের মাঝে এক ধরণের উচ্ছলতা দেখা যেত। হাসি, ঠাট্টা, ছবি তোলা, আড্ডাবাজি, ক্যামেরায় মুখ দেখানোর চেষ্টা এগুলো চোখে পরতো। কিন্তু খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তাদের এই চরিত্রে কিছুটা পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। মা হারা সন্তানের চোখে মুখে যে অসহায়ত্ব থাকে কর্মীদের চোখে-মুখেও ঠিক যেন সেরকমই এক অস্পষ্ট অসহায়ত্ব লক্ষ করা যাচ্ছে। তবে এই অসহায়ত্বে মাঝেও কোথায় যেন জ্বলজ্বল করছে একটুকরো আগুনের ফুলকি।

তুলনামূলক তরুণ এ সকল কর্মীরা মাকে মুক্ত করতে যেন সবকিছু করতে প্রস্তুত।  প্রয়োজন কেবল একটি নির্দেশের।

উল্লেখ্য,  জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে এ রায় ঘোষণা করেন মামলার বিচারক ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান।

মামলার অন্যান্য ৫ আসামীকেও ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সাজা প্রাপ্ত অন্য আসামীরা হলেন- সাবেক সাংসদ ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের বোনের ছেলে মমিনুর রহমান। মামলায় শুরু থেকে পলাতক আছেন তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।

রায়ে সাজাপ্রাপ্ত প্রত্যেকের ২কোটি ১০লক্ষ ৭১ হাজার টাকা সমপরিমান জরিমানাও ধার্য করা হয়েছে।

 

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর