জাতীয় পার্টিকে গৃহপালিত বললে খারাপ লাগে: এরশাদ


নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: জানুয়ারি ২২, ২০১৮, ০৭:৩৭ পিএম
জাতীয় পার্টিকে গৃহপালিত বললে খারাপ লাগে: এরশাদ

ঢাকা: জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল বললে খারাপ লাগে বলে জানালেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, এটা শুনলে আমার খারাপ লাগে। এসময় জাতীয় পার্টি আর আগের মতো নেই। জাতীয় পার্টির দিকে মানুষ চেয়ে আছে বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে আয়োজিত যৌথসভায় সভাপতির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘দুই দলের নির্যাতনের হাত থেকে মানুষ পরিত্রাণ চায়। শান্তি, সুখ ও নিরাপত্তা চায়। শান্তির ও নিরাপত্তার ভরসার স্থান একমাত্র জাতীয় পার্টি। রংপুরের নির্বাচনের পর দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে। আমাদেরকে আর কেউ খেলনা মনে করে না।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা শক্তি অর্জন কর, সাংগঠনিক ভাবে শক্তিশালী হও। ১৫ ফেব্রুয়ারি মহাসমাবেশে প্রমাণ করতে হবে সাংগঠনিক শক্তি আছে, সামর্থ্য আছে, জনবল আছে, মানুষের ভালবাসা আছে। আমি মৃত্যুর আগে পার্টিকে দেশ পরিচালনার সরকার হিসেবে ক্ষমতায় দেখতে চায়। তবেই মরে আমি শান্তি পাবো।

আগামী ১৫ ফেব্রুয়ারি দলের সমাবেশকে সফল করতে এই সভার আয়োজন করা হয়। যৌথ সভায় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, গোলাম কিবরিয়া টিপু, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, আজম খান, শফিকুল ইসলাম সেন্টু বক্তব্য রাখেন। এছাড়া যৌথ সভায় পার্টির কো-চেয়ারম্যান জি.এম কাদের, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী এমপি, ফকরুল ইমাম এমপি, তাজুল ইসলাম চৌধুরী এমপি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, একেএম মাঈদুল ইসলাম চৌধুরী এমপি, হাবিবুর রহমান, এস এম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।


 গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর