আমাকে হত্যা চেষ্টা নতুন না, মৃত্যুর ভয় পাই না


প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৮, ০৯:৩৮ পিএম
আমাকে হত্যা চেষ্টা নতুন না, মৃত্যুর ভয় পাই না

ঢাকা : নারায়নগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী অভিযোগ করেছেন তাকে হত্যা করার জন্য হামলা করিয়েছেন শামীম ওসমান।

বুধবার দুপুরে সিটি করপোরেশনের কাজ শেষ করে সাংবাদিকদের ডাকেন আইভী। সেখানে তিনি বলেন, এই হামলায় (মঙ্গলবারের সংঘর্ষ) আমার বোন জামাই, ভাই, কর্মীরা গুরুত্বর আহত হয়েছেন। আমি মার খেতে প্রস্তুত ছিলাম কিন্তু কর্মীরা মার খাবে তা আমি কখনোই চাইনি। 

তিনি বলেন, আমার ধারণা ছিল আমি ওখানে বসা থাকলে এ হামলা হবে না কিন্তু তা হয়েছে। আমার কর্মীদের টার্গেট করে মারা হয়েছে। শামীম ওসমানের ক্যাডার নিয়াজুল অস্ত্র নিয়ে হামলা করেছে।

বিএনপির ক্যাডার ও অস্ত্র নিয়ে মিছিল বিষয়ে শামীম ওসমানের অভিযোগের বিষয়ে আইভী বলেন, ‘আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে হাজার হাজার মানুষ আসে। তো কাউকে ডেকে আনিনি, আমি তো অস্ত্র নিয়ে মিছিলে যাইনি। আমার ফুটপাত দিয়ে আমি হেঁটে সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর অনুশাসন সম্পর্কে জানাতে চেয়েছিলাম। কিন্তু আগের দিন ঘোষণা দিয়ে, আদেশ করে উস্কে দিয়ে হামলা করিয়েছেন শামীম ওসমান।

একমাস আগেও আমার গাড়ির ছয়টি নাট একসাথে খুলে যায়। আমাকে হত্যা চেষ্টা নতুন না, কিন্তু মৃত্যুর ভয় আমি পাই না।

হকার উচ্ছেদের বিষয়ে নারায়ণগঞ্জ সদর আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের চিঠির জবাব দেয়ার কথা জানিয়ে আইভী বলেন, আমি সেলিম ওসমানের প্রশ্নের উত্তর দিয়েছি, চিঠি দিয়েছি। যেখানে প্রশাসন বসে সিদ্ধান্ত নিচ্ছি, সেখানে কেন এমন হামলা করা হলো?।

হকার উচ্ছেদের বিষয়ে মেয়র বলেন, রাস্তা আমার, আর আমি হাঁটতে পারব না, তা তো হতে পারে না। আমরা প্রায়ই উচ্ছেদ করি আর ২৫ তারিখ থেকে পুলিশ প্রশাসন উচ্ছেদ করছে এটা ভালো করেছে, মানুষের জন্য কাজ করেছে।

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর