শামীম-আইভী’কে স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন, শান্ত থাকার নির্দেশ


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৮, ০৫:২৫ পিএম
শামীম-আইভী’কে স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন, শান্ত থাকার নির্দেশ

ঢাকা : নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনার পর সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং স্থানীয় সাংসদ শামীম ওসমানকে যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার ফোন দিয়ে তাদের উভয়কে শান্ত থাকতে বলেন মন্ত্রী।

এবিষয়ে সচিবালয়ে নিজ দফতরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন ম্যাসেজটা তাদের কাছে পৌঁছে দেন- তারা (আইভী-শামীম) যাতে শান্ত থাকে। পরস্পর বিরোধী অ্যাকটিভিটিসে যাতে না যায়। এই ম্যাসেজটাই আমি পৌঁছে দিয়েছি। বলেছি যে তারা যাতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখেন। এবং শান্তি রক্ষার জন্য যাতে প্রশাসনকে সহযোগিতা করেন।

হকার উচ্ছেদের বিষয়ে কোন নির্দেশনা দিয়েছেন কিনা- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হকার উচ্ছেদের সিদ্ধান্ত নারায়ণগঞ্জের মেয়রের, আমরা এ বিষয়ে কিছু জানি না। শামীম ওসমান সাহেব জনপ্রতিনিধি। আমরা যতটুকু শুনেছি এই কারণেই একটা বিরোধ আছে। তারা বসে সিদ্ধান্ত নেবেন এটা কীভাবে সেটেলড করবেন। এটাই আমি উপদেশ দিয়েছি।


গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর