আতিকুলই আওয়ামী লীগের প্রার্থী


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৮, ০৯:৪৮ পিএম
আতিকুলই আওয়ামী লীগের প্রার্থী

অনেক জল্পনা-কল্পনার পর চুড়ান্তভাবে আতিকুল ইসলামের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঢাকা সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর জন্য মঙ্গলবার শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এ সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “ঢাকা উত্তরে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী হবেন আতিকুল ইসলাম।”

আনিসুল হকের উত্তরসূরি হতে প্রচারে নামার পর আতিকুল বলেছিলেন, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের ইঙ্গিত পেয়েই মাঠে নেমেছেন তিনি। রাজনীতিতে নবিশ আতিকের এক ভাই মো. তোফাজ্জাল ইসলাম সাবেক প্রধান বিচারপতি। তার আরেক ভাই মইনুল ইসলাম সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল।


উল্লেখ্য, আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন রাসেল আশেকী, আদম তমিজি হক, বিজেএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম, অধ্যক্ষ মোহাম্মদ ফরহাদ হোসেন, শাহ আলম, সাবেক সংসদ সদস্য এইচবিএম ইকবাল, এফবিসিসিআইর পরিচালক হেলাল উদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাংলাদেশ টুডের সম্পাদক জোবায়ের আলম।

গোনিউজ২৪/কেআর

রাজনীতি বিভাগের আরো খবর