যে কারণে রণক্ষেত্র নারায়ণগঞ্জ


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৮, ০৮:৫৩ পিএম
যে কারণে রণক্ষেত্র নারায়ণগঞ্জ

হকার ইসুত্যে নারায়ণগঞ্জ পরিনত হয়েছে রণক্ষেত্রে। সড়কে হকার বসানোকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াৎ আইভীর সমর্থক ও পুলিশের মধ্যে দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষ হয়। দিনভর উত্তেজনার পর আজ (১৬ জানুয়ারি ২০১৮) বিকেল পৌনে পাঁচটার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে এখনো চলছে।

এতে মেয়র আইভী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজসহ অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সিটি করপোরেশনের চাষাড়া বঙ্গবন্ধু সড়কে সায়াম প্লাজার সামনে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল কাদির, শহীদুল্লাহ, আবু সফিয়ান, শহর যুবলীগের সাধারণ সম্পাদক মেয়র আইভীর ছোট ভাই আহম্মেদ আলী রেজা উজ্জল, মেয়রের দেহরক্ষী শফিক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, মাহাবুব হোসেন টিটু, নাহিদ, নাছির, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের পরিদর্শক হিরণের নাম জানা গেছে।

শহরের ফুটপাত দখলকে কেন্দ্র করে চাষাড়া এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আইভী নগরবাসীকে নিয়ে ফুটপাত দিয়ে মিছিল করে নগর ভবন থেকে শহরের চাষাঢ়ার সায়াম প্লাজার সামনে এলেই হামলা চালায় একদল যুবক। এ ঘটনায় উভয় পক্ষই জড়িয়ে পড়ে সংঘর্ষে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়।

আমাদের নারায়ণগঞ্জ সংবাদদাতা মামুন মিয়া জানিয়েছেন, সড়ক থেকে হকার উচ্ছেদ করাকেকেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য ও মেয়র এর মধ্যে বেশ কয়েক দিন ধরেই পাল্টাপাল্টি বাক্য বিনিময় হচ্ছিল। সব শেষ গতকাল সংসদ সদস্য শামীম ওসমান ফুটপাতে হকার বসানোর ঘোষণা দেন। আর তা প্রতিরোধের ঘোষণা দেন মেয়র আইভী। এরই জের ধরে আজকের এই সংঘর্ষ হয়।

গোনিউজ২৪/কেআর

রাজনীতি বিভাগের আরো খবর