বিএনপি শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করছেন: আইনমন্ত্রী


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১২, ২০১৮, ০৮:৫৫ পিএম
বিএনপি শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করছেন: আইনমন্ত্রী

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করছে। বিনএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুর্নীতি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথা বলেছেন তা সকলেই জানে এবং প্রমানিত। গত বুধবার সংসদে প্রধান মন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে বিনএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বক্তব্যকে মিথ্যাচার ও এক ধরনের রাষ্ট্রদোহী বলে মন্তব্য করে। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় মন্ত্রী এসব কথা বলেন।

শুক্রবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উন্নয়ন মেলা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এক অন্য মাত্রায় নিয়ে গেছেন। এটি হচ্ছে উন্নয়নের মাত্রিক। যে কোন সময় থেকে আজকে বাংলাদেশ উন্নয়ন বেশী হয়েছে। সে কারণে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আমরা এই বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে চাই।

মন্ত্রী বলেন, যে উন্নয়ন আপনারা এই মেলায় দেখেছেন এর চেয়ে দ্বিগুণ উন্নয়ন হবে। যদি শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিয়ন্ত্রণ থাকে তাহলেই সেটা সম্ভব।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার সামছুজ্জান, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব এড.রাশেদুল কাওসার ভুইয়া জীবন, কসবা পৌর মেয়র মো: এমরান উদ্দিন জুয়েল, এমজি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম প্রমুখ।

গোনিউজ২৪/কেআর

 

রাজনীতি বিভাগের আরো খবর