বিচারকদের শৃঙ্খলাবিধি আত্মঘাতী


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৭, ০৯:০৯ পিএম
বিচারকদের শৃঙ্খলাবিধি আত্মঘাতী

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, নিম্ন আদালতের বিচারকদের চাকরির যে শৃঙ্খলাবিধি সরকার তৈরি করেছে তা সম্পূর্ণ আত্মঘাতী, অর্থহীন এবং অসাংবিধানিক।  সরকার রাজনৈতিক উদ্দেশে বিচারকদের নিজেদের নিয়ন্ত্রণে রাখতে এই বিধিমালা করেছে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মওদুদ আহমদ বলেন, ‘নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি সরকার তৈরি করেছে তা সম্পূর্ণ আত্মঘাতী, অর্থহীন এবং অসাংবিধানিক। এটা মাসদার হোসেন মামলায় বিচার বিভাগকে পৃথকীকরণ সম্পর্কে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল, তার সম্পূর্ণ পরিপন্থী। এই শৃঙ্খলাবিধির মাধ্যমে নিম্ন আদালতের বিচারকরা সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে চলে গেল। সুতরাং এখন আর বলা যাবে না যে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক একটি প্রতিষ্ঠান।’

এদিকে গতকাল সোমবার রাতে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা ২০১৭-এর প্রজ্ঞাপন জারি করে সরকার। এ ব্যাপারে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধিমালার মধ্য দিয়ে সুপ্রিম কোর্টের মর্যাদা খর্ব হয়নি, বরং বেড়েছে।

গোনিউজ/এমবি

রাজনীতি বিভাগের আরো খবর