দেশে আগাম নির্বাচনের কোনো প্রয়োজন নেই


জেলা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৭, ০৫:১৬ পিএম
দেশে আগাম নির্বাচনের কোনো প্রয়োজন নেই

মেহেরপুর: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, 'দেশে আগাম নির্বাচনের কোনো প্রয়োজন নেই।  কোনো সম্ভাবনাও নেই।’

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুরের ভাটপাড়া ডিসি ইকোপার্ক উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘গুমের ঘটনার সূত্রপাত বিএনপি-জামায়াতের আমল থেকেই। বর্তমানে গুমের ঘটনা কমে এসেছে। তবে পত্রপত্রিকায় এসব ঘটনা বেশি আসছে। আন্তর্জাতিকভাবেও গুমের ঘটনা রয়েছে।  খুন, গুম ও ধর্ষণের মতো ঘটনা কোনোক্রমেই সমর্থনযোগ্য নয়।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জেল হলে বিএনপি নির্বাচনে যাবে না, বিএনপি নেতাদের এমন মন্তব্যের প্রেক্ষিতে মন্ত্রী বলেন, ‘কে নির্বাচনে এলো না এলো তাতে কোনো সমস্যা নাই। বিএনপি নির্বাচনে আসলেও নির্বাচন হবে, না আসলেও নির্বাচন হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণে মহাজোটের সকল প্রস্তুতি রয়েছে।’

মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে মহাজোটকে আবারো ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে রাশেদ খান মেনন বলেন, ‘মেহেরপুর জেলা মুক্তিযুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এ জেলার উন্নয়নে বর্তমান সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ’ ভাটপাড়া ডিসি ইকোপার্কসহ জেলার পর্যটন ক্ষেত্রের উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতির কথাও বলেন তিনি।

মেহেরপুর জেলা ও গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত হচ্ছে ডিসি ইকোপার্ক। আজ বেলা সাড়ে ১১টার দিকে মন্ত্রী পার্কের নাম ফলক উদ্বোধন করেন। এরপরে পার্কে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য নুর আহমদ বকুল, মেহেরপুর জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদ। স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল।

গোনিউজ/এমবি
 

রাজনীতি বিভাগের আরো খবর