ঢাকা উত্তরে আ.লীগের সম্ভাব্য প্রার্থীর যোগ্যতা জানালেন ওবায়দুল কাদের


ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০১৭, ১১:০৫ পিএম
ঢাকা উত্তরে আ.লীগের সম্ভাব্য প্রার্থীর যোগ্যতা জানালেন ওবায়দুল কাদের

ঢাকা সিটি করপোরেশন উত্তরের মেয়র আনিসুল হকের মৃত্যুতে শুন্য হওয়া মেয়র পদে জিতে আসতে পারবেন, এমন প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুরে জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও হাসপাতালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আনিসুল হকের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ঢাকা সিটি করপোরেশন উত্তরের নির্বাচনের আলোচনা অশোভন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন: নির্বাচনি নিয়মনীতি অনুযায়ী ডিএনসিসি’র মেয়র পদ শূন্য ঘোষণা করা হয়েছে। এখানে আওয়ামী লীগ নাক গলায়নি। এক্ষেত্রে সরকারের তাড়াহুড়োর বিষয়ও নেই। প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন হবে। আমার মনে হয়, বিএনপির নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নেই।

আঁখিমণি নামের এক জন্মগত প্রতিবন্ধী রোগীর দায়িত্ব নিয়েছেন সেতুমন্ত্রী। আজ তিনি মেয়েটির শারীরিক অবস্থার খোঁজখবর নিতে পঙ্গু হাসপাতালে যান তিনি।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর সংলগ্ন তিন নেতার মাজারে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন: আওয়ামী লীগ নির্ভেজাল গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বার বার ষড়যন্ত্রের শিকার হয়েছে। গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার ষড়যন্ত্রের শিকার হয়েছেন। কারণ তারা নির্ভেজাল গণতন্ত্রে বিশ্বাসী।সেজন্যই আওয়ামী লীগকে বার বার ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে এবং এখনও সেই ষড়যন্ত্র চলছে।

সাবেক রাষ্ট্রপতি ডা. বদরোদ্দোজা চৌধুরীর নেতৃত্ব গঠিত যুক্তফ্রন্টকে স্বাগত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে যে কোন জোটকে আমরা অভিনন্দন জানাই। কারণ এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

এ বিষয়ে তিনি বলেন, আমরা চাই, আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক। আরো নতুন নতুন জোট ও দলের সমন্বয়ে আগামী জাতীয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক।

গো নিউজ ২৪/ এ আই 

রাজনীতি বিভাগের আরো খবর