আ.লীগের ভোট ব্যাংক নষ্ট করতেই ঠাকুরপাড়ায় হামলা


স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর প্রকাশিত: নভেম্বর ২৩, ২০১৭, ০৬:২০ পিএম
আ.লীগের ভোট ব্যাংক নষ্ট করতেই ঠাকুরপাড়ায় হামলা

রংপুর: আওয়ামী লীগের ভোট ব্যাংক নষ্ট করতেই ঠাকুরপাড়ায় হিন্দুদের ওপর হামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র।

তিনি আরো বলেন, ‘ভয়ভীতি দেখিয়ে বাংলাদেশের হিন্দুদের দেশ ছাড়ার করার দিন শেষ হয়ে গেছে। অপরাধীরা যেই হোক শাস্তি তাকে পেতেই হবে, সে যে দলের  হোক।’

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় সহিংসতা ও অগ্নিসংযোগের  ঘটনায় ক্ষতিগ্রস্থ হরকলি ঠাকুরপাড়া পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

প্রতিমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগের ১২ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে যান।

এ ঘটনায় মূলে করা জড়িত সেই বিষয়ে তদন্ত চলছে, খুব শিগগিরই বেড়িয়ে আসবে বলেও তিনি জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘ভয়ভীতি দেখিয়ে বাংলাদেশের হিন্দুদের দেশ ছাড়ার করার দিন শেষ হয়ে গেছে। এই দেশ সকল ধর্মেও  এখানে সকল ধর্মের লোক নিরাপদ।’

প্রতিনিধি দলে ছিলেন- সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, হুইপ শহিদুজ্জামান সেলিম এমপি, মনোরঞ্জন গোপাল এমপি, রনজিত রায় এমপি, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি প্রমুখ।

গোনিউজ২৪/কেআর

রাজনীতি বিভাগের আরো খবর