ইমনের খুনিরা গ্রেপ্তার হয়নি, ছাত্রলীগের নতুন কর্মসূচি ঘোষণা


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: নভেম্বর ২৩, ২০১৭, ০৪:২৭ পিএম
ইমনের খুনিরা গ্রেপ্তার হয়নি, ছাত্রলীগের নতুন কর্মসূচি ঘোষণা

যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনোয়ার হোসেনের হত্যার ২৫ দিনেও খুনিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ অবস্থায় খুনিদের গ্রেপ্তার দাবিতে জেলা ছাত্রলীগ স্থানীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ১০ দিনব্যাপী গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচি ঘোষণা করেছে।

২৫ নভেম্বর থেকে জেলার সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে এ গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চলবে। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে।
 
লিখিত বক্তব্যে যশোর জেলা ছাত্রলীগ সভাপতি রওশন ইকবাল শাহী বলেন, গত ২৮ অক্টোবর রাত ১১ টার দিকে শহরের বেজপাড়া গোলগোল্লা মোড় এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মনোয়ার হোসেন ইমন খুন হন। প্রায় একমাসেও হত্যকান্ডে জড়িতদের গ্রেপ্তার করা হয়নি। স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে প্রশাসন নীরব রয়েছে। এজন্য খুনিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্রলীগ রাজপথে রয়েছে। সেই ধারাবাহিকতায় আগামী ২৫ নভেম্বর থেকে জেলার প্রত্যেকটি ইউনিটে গণস্বাক্ষর অভিযান চলবে। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর হত্যার বিচার দাবিতে স্মারকলিপি দেওয়া হবে।

তিনি আরও বলেন, এলাকাবাসী খুনিদের চিহ্নিত করেছে। কিন্তু খুনিরা স্থানীয় সংসদ সদস্যে কাজী নাবিল আহমেদের অনুসারী হওয়ায় ধরা হচ্ছে না। অবিলম্বে খুনিদের শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছালছাবিল আহমেদ জিসান, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে ইমনের খুনিদের গ্রেপ্তার বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা গোনিউজকে বলেন, হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছে।

গোনিউজ২৪/কেআর

রাজনীতি বিভাগের আরো খবর