জনতার মুখোমুখি এমপি শাওন


ভোলা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৭, ০৮:৪১ পিএম
জনতার মুখোমুখি এমপি শাওন

বাংলাদেশের মধ্যে প্রথম জনতার মুখোমুখি হয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। গত ৮ বছরে সাংসদ শাওনের নির্বাচনী এলাকা লালমোহন ও তজুমদ্দিন উপজেলার মানুষের নানা সমস্যা, চাহিদা,উন্নয়ন নিয়ে এলাকার মানুষের তাদের নির্বাচিত এমপিকে সরাসরি প্রশ্ন করার সুযোগ পান। 

আজ বুধবার ভোলা লালমোহন উপজেলার সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর উদ্দ্যোগে ব্যতিক্রমী আয়োজন করা হয়। দুপুর থেকে প্রায় আড়াই ঘন্টা ব্যাপী এই অনুষ্ঠানে কৃষক থেকে শুরু করে,শিক্ষক, ছাত্রছাত্রী,রাজনৈতিক নেতৃবন্দ,ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করে নির্বাচিত সংসদ সদস্যকে প্রশ্ন  করা সুযোগ দেওয়া হয়। এতে কলে এলাকার মানুষের মধ্যে ব্যাপক সারা পড়ে।

এসময় এক প্রশ্নে জবাবে এমপি শাওন বলেন, বাংলাদেশের মধ্যে লালমোহন হাসপাতালে চিকিৎসা সেবার মান ২১তম বলে জানান। 
এখানকার শিক্ষার মান ৫৪% থেকে ৬৪% এ উন্নত হয়েছে। ২৪৯ কিলোমিটার  নতুন রাস্তা ও নির্মান ও ৮৪ কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে। এলজিইডির অর্থায়নে ৫১৫টি প্রকল্প বাস্তবায়ন করা হয়। ত্রান মন্ত্রনালয়ের অধিনে ৪৯টি ব্রীজ কালভাট নির্মা করা হয় এছাড়া আরো ৬৫টি ব্রীজ নির্মান করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। 

গো নিউজ২৪/এবি

রাজনীতি বিভাগের আরো খবর